চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শ্রীলংকার বিপক্ষে আক্রমণাত্মক খেলার ছক বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

২৫ আগস্ট, ২০১৯ | ১:৪৫ পূর্বাহ্ণ

দাপুটে শুরু দলের মধ্যে ছড়িয়ে দিয়েছে বাড়তি আত্মবিশ্বাসের রেণু। বাংলাদেশ কোচ মোস্তফা আনোয়ার পারভেজও আত্মবিশ্বাসী কণ্ঠে জানালেন জয়ের ধারাবাহিকতায় থাকতে শ্রীলংকার বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলবে তার শিষ্যরা। ভারতের কলকাতার কল্যাণী স্টেডিয়ামে আজ রোববার স্থানীয় সময় ১২টায় ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। ভুটানকে ৫-২ গোলে উড়িয়ে প্রতিযোগিতার মুকুট ধরে রাখার মিশন শুরু করেছে বাংলাদেশ। আর নিজেদের প্রথম ম্যাচে নেপালের কাছে ২-০ গোলে হেরেছিল শ্রীলংকা। ভুটানকে গুঁড়িয়ে দেওয়ার তৃপ্তি নিয়ে শ্রীলংকা-নেপাল ম্যাচ দেখতে বসেছিলেন পারভেজ। টুকে নিয়েছেন শ্রীলংকার শক্তি-দুর্বলতার জায়গা। সে অনুযায়ী ছক কষছেন তিনি। ‘আমরা প্রথম ম্যাচে জিতেছি। এরপর শ্রীলংকা-নেপালের ম্যাচটা দেখেছি। ওই ম্যাচ দেখে প্রতিপক্ষের দুর্বলতা-শক্তির জায়গা জানার চেষ্টা করেছি। সে অনুযায়ী কাজ করছি।’ ‘আমরা জয়ের জন্য খেলতে নামব। দলে কোনো ইনজুরি নেই। কাল (আজ) অবশ্যই আমরা আক্রমণাত্মক খেলব।’ প্রথম ম্যাচের দিন গরমের কারণে বারবার কুলিং ব্রেক দিয়েছেন রেফারি। গতকাল শনিবার অবশ্য কলকাতায় বৃষ্টি হয়েছে। শ্রীলংকা ম্যাচের দিন তাপমাত্রা কম থাকলে খেলা সহজ হবে বলে মনে করেন পারভেজ। ‘আসলে গরম থাকলে সেটা দুই দলের জন্যই থাকে। বৃষ্টি থাকলেও তাই। গরমে দুই দলের খেলতে কষ্ট হয়েছে। যদি এমন (আজকের মতো) আবহাওয়া থাকে, তাহলে খেলোয়াড়দের খেলতে কম কষ্ট হবে। দুই দলেরই খেলতে সুবিধা হবে।’

শেয়ার করুন