চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

এক ম্যাচেই এমন কীর্তি

২৫ আগস্ট, ২০১৯ | ১:৪৫ পূর্বাহ্ণ

 

ভারতের কর্ণাটক প্রিমিয়ার লিগের ম্যাচগুলো অফিশিয়াল টি-টোয়েন্টির স্বীকৃতি পায়নি, সে নিয়ে আফসোস করতেই পারেন কৃষ্ণাপা গোথাম। নাহলে ম্যাচের পর টি-টোয়েন্টির ইতিহাসে সেরা বোলিং ফিগার হতো তাঁরই। কর্ণাটক প্রিমিয়ার লিগে বেলারি টুসকার্সের হয়ে মাঠে নেমে কৃষ্ণাপা নিয়েছেন ৮ উইকেট, ব্যাট হাতেও খেলেছেন ১৩৪ রানের দুর্দান্ত এক ইনিংস। লায়ন্সের বোলারদের তুলোধুনো করে মেরেছেন একের পর এক চার-ছক্কা। ১৩ ছয় ও ৭ চারে মাত্র ৩৯ বলেই কৃষ্ণাপা পূর্ণ করেছেন সেঞ্চুরি। এটাই কর্ণাটক প্রিমিয়ার লিগের দ্রুততম সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫৬ বলে ১৩৪ রান করে অপরাজিত থাকেন কৃষ্ণাপা। ব্যাট হাতে তান্ডব চালানোর পর বল হাতে চার ওভার বল করে এই ডানহাতি অফ স্পিনার নিয়েছেন ৮ উইকেট! এই চার ওভারে দিয়েছেন মাত্র ১৫ রান। এক ওভারে তিন উইকেট নিয়েছেন ইনিংসে দুইবার। তাঁর অবিশ্বাস্য বোলিংয়েই ১৩৩ রানে গুটিয়ে যায় প্রতিপক্ষ।-ইন্টারনেট্

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট