চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সেই লাবুশেনের ব্যাটেই জয় দেখছে অজিরা

স্পোর্টস ডেস্ক

২৫ আগস্ট, ২০১৯ | ১:৪৩ পূর্বাহ্ণ

৬৭ রানে অল-আউট হওয়ার লজ্জা ঢাকতে একটি পথই খোলা আছে স্বাগতিক ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ৩৫৮ রানকে অতিক্রম করে সিরিজে সমতায় ফেরা। তবে যারা প্রথম ইনিংসে ওভাবে গুটিয়েছে তাদের জন্য ৩৫৯ রান হিমালয়ের চাইতে উঁচু মনে হওয়াটাই স্বাভাবিক।

জবাব দিতে নেমে গতকাল রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই উইকেটে ৯০ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। তখনও পর্যন্ত ২৬৯ রানে পিছিয়ে ছিল স্বাগতিকরা। আগেরদিন স্বাগতিকদের ৬৭ রানে গুটিয়ে দিয়ে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ৬ উইকেটে ১৭১ রানে দিন শেষ করেছিল। সেখান থেকে অবশিষ্ট চার উইকেটে শেষ পর্যন্ত তারা থামে ২৪৬ রানে। বল হাতে যদি অজিদের নায়ক হন হ্যাজেলউড-কামিন্সরা তাহলে অবশ্যই ব্যাট হাতে বিরত্ব দেখিয়েছেন পরিবর্তিত ‘স্মিথ’, মানে মার্নাস লাবুশেন। তার বিরত্বেই দ্বিতীয় ইনিংসে ২৪৬ পর্যন্ত পৌছে কঠিন অবস্থায় ফেলে দিয়েছে স্বাগতিকদের। মার্নাস লাবুশেন ৮০ রান করে রান-আউট হন। স্টিভেন স্মিথের বিশ্রামে সুযোগ পাওয়া লাবুশেন যেন সাবেক অধিনায়কের অভাব বুঝতেই দিচ্ছেন না।

শেয়ার করুন