১৮ মার্চ, ২০২৩ | ৭:৫৭ অপরাহ্ণ
ক্রীড়া ডেস্ক
নতুন বলে প্রথম স্পেলে ৩ ওভার করে সরে গিয়েছিলেন তাসকিন আহমেদ। দ্বিতীয় স্পেলে ফিরেই উইকেট শিকারের উৎসবে যোগ দিলেন ডানহাতি গতিময় পেসার। বোল্ড করে ড্রেসিং রুমে ফেরত পাঠালেন অ্যান্ড্রু বালবার্নিকে। তাসকিনের পরের ওভারেও ইয়াসিরের দুর্দান্ত ক্যাচে ফিরলেন টাকার।
তাসকিনের অফ স্টাম্প লাইনে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারি সোজা ব্যাটে খেলতে গিয়ে লাইন মিস করেন আইরিশ অধিনায়ক। তার ব্যাট-প্যাডের ফাঁক গলে মিডল স্টাম্পে আঘাত হানে বল।
এই ওভার থেকে কোনো রান দেননি তাসকিন। শেষ বলে অল্পের জন্য কট বিহাইন্ড হননি নতুন ব্যাটসম্যান কার্টিস ক্যাম্পার।
১২ বলে ৫ রান করেছেন বালবার্নি। ৬০ রানের উদ্বোধনী জুটির পর স্রেফ ১৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে গেছে আয়ারল্যান্ড। উইকেটে এখন লরকান টাকার ও ক্যাম্পার।
১৯ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৮৪ রান।
পূর্বকোণ/জেইউ/পারভেজ