চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

টাইগাররা নতুন কোচের সাথে অনুশীলনে

স্পোর্টস ডেস্ক

২৪ আগস্ট, ২০১৯ | ৬:০৫ অপরাহ্ণ

সবে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন রাসেল ডমিঙ্গো এবং পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট। বুধবার দলের অনুশীলনে যোগ দিলেও সেভাবে ক্রিকেটারদের সঙ্গে কাজ করা হয়নি তাদের। অনুশীলন দেখেছেন, দু-একজনের সঙ্গে পরিচিত হয়েছেন। পরে আবার সংবাদ সম্মেলনে সময় দিতে হয়েছে। এরপর বৃহস্পতিবার দলের সঙ্গে বেশ সময় নিয়ে কাজ করলেন রাসেল ডমিঙ্গো এবং চার্ল ল্যাঙ্গাভেল্ট।

পেস বোলিং কোচ কাজ করেছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন এবং ইবাদত হোসেন-আবু হায়দারদের সঙ্গে। ডমিঙ্গো ব্যাটসম্যানদের সঙ্গেই বেশি সময় কাটিয়েছেন। মাহমুদুল্লাহর সঙ্গে জিমে কথা বলতে দেখা গেছে তাকে। দায়িত্ব নিয়েই তিনি বলেন, দলের সবার সঙ্গে আগে পরিচিত হওয়া দরকার। সপ্তাহ দুইয়ের মধ্যে সেটা হয়ে যাবে বলে জানান দক্ষিণ আফ্রিকার এই সাবেক কোচ। বোঝা যাচ্ছে সেই কাজটা এগিয়ে নিচ্ছেন তিনি।

নেটে ডমিঙ্গো সময় কাটিয়েছেন মুশফিকুর রহিমের সঙ্গে। কথা বলেছেন তার সঙ্গে। প্রথম দিন যেমন সৌম্য সরকারের সঙ্গে কথা বলতে দেখা গেছে তাকে। এছাড়া অন্যদের নিয়েও কাজ করেছেন। তাইজুলদের বোলিংও দেখেছেন মনোযোগ দিয়ে।

বোলিং কোচ হাতে ধরে সাইফউদ্দিনের সিম পজিশন দেখিয়ে দিয়েছেন। ইনজুরিতে আছেন এই পেস অলরাউন্ডার। তাকে প্রথমে ক্যাম্পে রাখা হয়নি। তবে ফিটনেস এবং কোচদের সঙ্গে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য ৩৬তম সদস্য হিসেবে প্রাথমিক দলে যোগ করা হয় তার নাম। সাইফউদ্দিন শিগগিরই চিকিৎসকের পরামর্শ নিতে দেশের বাইরে যাবেন।

আফগানিস্তানের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করা ল্যাঙ্গাভেল্ট বাঁ-হাতি পেসার মুস্তাফিজের সঙ্গে সময় নিয়ে কাজ করেছেন। মুস্তাফিজ ইনসুইং করাতে পারলে ভয়ঙ্কর বোলার হয়ে উঠবেন বলে বিশেষজ্ঞরা মত দেন। ল্যাঙ্গাভেল্ট হয়তো সেই পাঠ দেবেন তাকে। এছাড়া কোচ বিদেশের মাটিতে ভালো করার মতো পেসার খুঁজে বের করার প্রত্যয় জানিয়েছেন। তাসকিন-ইবাদতরা হতে পারেন সেই অস্ত্র। এই দুই গতিময় পেসারের সঙ্গে তাই সময় কাটিয়েছেন বোলিং কোচ।

বাংলাদেশের ঘোষিত ৩৫ জনের দলটা আফগানিস্তান সিরিজের জন্য ছোট করে আনা হবে। দলে টিকবেন ১৫ জন। আফগান সিরিজ দিয়ে ডমিঙ্গো অধ্যায় শুরু হবে। এরপর টি-২০ ত্রিদেশীয় সিরিজ আছে দলের। প্রথম পরীক্ষায় দক্ষিণ আফ্রিকার কোচিং স্টাফদের অধীনে টাইগাররা কেমন করেন দেখতে মুখিয়ে আছেন ভক্তরা।

শেয়ার করুন