১৪ মার্চ, ২০২৩ | ২:৪০ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক
শেষ টি-টোয়েন্টিতে আজ ইংলিশদের হারাতে পারলেই প্রথমবারের মতো ‘বড়’ কোন দলকে কুড়ি ওভারের ফরম্যাটে হোয়াইটওয়াশের স্বাদ দেওয়ার কৃতিত্ব অর্জন করবে বাংলাদেশ। আজ মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুরে শেষ ম্যাচটিতে টস হেরেছেন সাকিব আল হাসান।
আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে বেশ কয়েকটি পরিবর্তন রয়েছে। আফিফ হোসেন ও নাসুম আহমেদকে বসিয়ে তাদের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে শামিম হোসেন ও তানভীর ইসলামকে। বিপিএল মাতিয়ে স্কোয়াডে জায়গা করে নেওয়া তানভীরের আজই আন্তর্জাতিক অভিষেক হচ্ছে। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে ইংল্যান্ড।
বাংলাদেশ একাদশ
রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ
ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জফরা আর্চার ও রেহান আহমেদ।
পূর্বকোণ/পিআর