চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

অনলাইন ডেস্ক

১২ মার্চ, ২০২৩ | ৬:২১ অপরাহ্ণ

ইংল্যান্ডের বিপক্ষে এর আগে কখনও দ্বিপাক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলেনি বাংলাদেশ, প্রথমবারের দেখাতেই ইতিহাস গড়েছে টাইগাররা। টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টানা দুই ম্যাচে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।  মিরপুরে এবার প্রথমবারের মতো সিরিজ জয় টাইগারদের।

রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ১১৮ রানের লক্ষ্য দিয়েছে ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১১৭ রান তুলে অলআউট হয়ে যায় দলটি। এদিনও টস জিতেছিল বাংলাদেশই। ইংলিশদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। জবাবে সাত বল হাতে রেখেই ৪ উইকেটে জয় পায় টাইগাররা। 

মিরপুরে চিরায়ত মন্থর ও টার্নিং উইকেটে জ্বলে উঠলেন মেহেদী হাসান মিরাজ। একাদশে ফিরে করলেন ক্যারিয়ার সেরা বোলিং। তার ঝলকে ইংল্যান্ডকে অল্প রানে আটকে রাখল বাংলাদেশ। পরে দলের চাপে ব্যাট করতে নেমেও মুন্সিয়ানা দেখালেন তিনি। প্রথম ম্যাচে দলের নায়ক নাজমুল হোসেন শান্ত এদিনও ধরলেন হাল, কঠিন হয়ে যাওয়া পরিস্থিতিতে শেষটাও টানলেন তিনি। দারুণ জয়ে আনন্দে ভাসল বাংলাদেশ।

এর আগে চট্টগ্রামে প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ১৫৬ রানে আটকে রেখে ২ ওভার আগে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট