চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার হাতছানি

স্পোর্টস ডেস্ক

১২ মার্চ, ২০২৩ | ৪:৪২ অপরাহ্ণ

দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের সামনে জয় ছাড়া কোন বিকল্প নেই। সেই লক্ষে আজ রবিবার (১২ মার্চ) টস হেরে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড দল। কিন্তু টাইগারদের বোলিংয়ের তোপের সামনে দাঁড়াতেই পারেনি তারা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।

 

শুরুতেই ডেভিড মালানকে ৫ রানে ফিরিয়ে ইংলিশ শিবিরে প্রথম আঘাত হানেন পেসার তাসকিন। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ইংল্যান্ডের ব্যাটিং। সপ্তম ওভারে নিজেই বোলিংয়ে এসে সল্টকে সাজঘরের পথ দেখান সাকিব। বাঁহাতি এই স্পিনারের ফ্লাইটেড ডেলিভারিতে ফিরতি ক্যাচ দিয়ে বসেন ইংলিশ ওপেনার। সাকিব দারুণ ক্যাচ নিলে ১৯ বলে ২৫ রান করে সাজঘরে ফেরেন সল্ট।

 

এরপর দারুণ এক ইয়র্কারে জস বাটলারের স্টাম্প ভাঙেন হাসান। ৪ রানে বাটলার ফিরে গেলে মেহেদী হাসান মিরাজকে স্লগ সুইপ খেলতে গিয়ে শামীম পাটোয়ারির হাতে তালুবন্দি হন মঈন। ৫৭ রানে চার উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড।  এরপর মইন আলীকে ফিরিয়ে শুরু করেছিলেন মেহিদী মিরাজ।  ডাকেট আর কারানের জুটিটাও ভেঙেছেন তিনি। এরপর ওকসকে ফিরিয়ে চার উউকেট নিজের করে নিলেন এই বাঁহাতি।  বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার সহজ হাতছানি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট