চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কিশোর গ্যাং লালনকারীদের বয়কট করুন’

স্পোর্টস ডেস্ক

১০ মার্চ, ২০২৩ | ৮:৩৮ অপরাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে সমাজের মুখোশ পরা কিশোর গ্যাং লালন-পালনকারীদের সামাজিক ভাবে বয়কট করতে হবে। খেলাধুলা শরীর গঠনে সহায়তা করে।  মাদক মুক্ত সমাজ গড়তে হলে ক্রীড়া প্রতিযোগিতা অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করি।

 

শুক্রবার (১০ মার্চ) বিকালে পটিয়ার কোলাগাঁও বন্ধু মহল অলিম্পিক ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য এম এ রহিম এসব কথা বলেন।

 

সংগঠন বন্ধু মহলের সভাপতি মোহাম্মদ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা  ছিলেন কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বেলাল, উদ্বোধক ছিলেন পটিয়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান শুক্কুর, বিশেষ অতিথি ছিলেন কোলাগাঁও ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ফাতেমা বেগম, কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন প্রমুখ।

 

ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন ইয়াং স্টার একাদশ বনাম কিং স্টার একাদশ। কিংক স্টার একাদশ ইয়ং স্টার একাদশকে এক গোলে পরাজিত করেন। সেরা খেলোয়াড় ইয়ং স্টার একাদশের খোকন। ম্যান অব দা ম্যাচ কিংক স্টার একাদশের খেলোয়াড় সাজ্জাদ হোসেন বিজয়।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট