চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে আহমদ মিয়া টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

অনলাইন ডেস্ক

৭ মার্চ, ২০২৩ | ৮:২৮ অপরাহ্ণ

বাঁশখালী ক্রিকেট একাডেমি আয়োজিত মরহুম আহমদ মিয়া চৌধুরী মেমোরিয়াল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের  উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার (৬ মার্চ) দুপুরে উপজেলার বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

 

বাঁশখালী ক্রিকেট একাডেমি চেয়ারম্যান শহিদুল মোস্তফা চৌধুরী মিজানের সভাপতিত্বে একাডেমির পরিচালক ও কোচ মোহাম্মদ এরশাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দীন, বাঁশখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফারুখ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আলহাজ ছৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার মোস্তফা চৌধুরী, বাঁশখালী ক্রিকেট একাডেমির উপদেষ্টা রবিউল হাসান শাপলা,

 

উদ্বোধক হিসেবে পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আলিমুল মোস্তফা চৌধুরী মিনহাজ, আসিফুল মোস্তফা চৌধুরী আসিফ, আশরাফুল মোস্তফা চৌধুরী, মোস্তাবী মোস্তফা চৌধুরী, জুবায়েদ মোস্তফা চৌধুরী, রফিকুল মোস্তফা চৌধুরী ও ইবনুল মোস্তফা চৌধুরী।

 

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, মাদকমুক্ত সমাজ বিনির্মাণে ক্রীড়ার কোন বিকল্প নেই। বাঁশখালী ক্রিকেট একাডেমির এই আয়োজন অত্যন্ত প্রসংশনীয়। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। পড়া লেখার পাশাপাশি ক্রীড়া হোক নতুন প্রজন্মের সঙ্গী। পরিশেষে বাঁশখালী ক্রিকেট একাডেমির উত্তরোত্তর সফলতা কামনা করছি। 

 

উদ্বোধনী খেলায় বাঁশখালী ক্রিকেট একাডেমি লিজেন্ড দল বনাম পাঁচলাইশ নিউ ক্রিকেট একাডেমি প্রতিদ্বন্দ্বিতা করে। বাঁশখালী ক্রিকেট একাডেমি লিজেন্ড টসে জিতে প্রথমে পাঁচলাইশ নিউ ক্রিকেট একাডেমিকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। প্রথমে ব্যাট করতে নেমে পাঁচলাইশ নিউ ক্রিকেট একাডেমি নিধারিত ১৬.৫(২০) ওভারের মধ্যে সব কয়টি উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে। জবাবে ৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮.৩ ওভারে ৮৬/৪ উইকেট হারিয়ে জয় পায় বাঁশখালী ক্রিকেট একাডেমি লিজেন্ড।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট