চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মিরাজ ভাঙলেন জুটি, ইংল্যান্ডের নেই ৬ উইকেট

ক্রীড়া ডেস্ক

৬ মার্চ, ২০২৩ | ৬:৩৫ অপরাহ্ণ

জেসন রয় এবং ফিল সল্টের ব্যাটে ভালো সূচনা পায় ইংল্যান্ড। তবে সাকিব ও এবাদতের বোলিংয়ে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ইংলিশরা। সেই চাপ সামলে জুটি গড়ে তুলেন স্যাম কারান ও জেমস ভিন্স। সেই জুটি ভেঙে ইংল্যান্ডকে ভয় ধরিয়ে দিলেন মিরাজ।

 

উইকেটের খোঁজে মুস্তাফিজের পর সাকিবকেও এনেছিলেন তামিম, তবে ব্রেকথ্রু দিলেন মিরাজই। একটু নিচু হওয়া বলটি টেনে খেলতে গিয়ে লং অফে লিটনের হাতে ক্যাচ দিয়ে আউট হন কারান। ৪৯ বলে ২৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর ভিন্সকে ফেরান সাকিব। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ১৪৮ রান।

 

এর আগে, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচেও বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হয় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে সাকিব-মুশফিকের ব্যাটে ভর করে ৪৮.৫ ওভারে ২৪৬ রানে অলআউট হয় টাইগাররা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন সাকিব। ইংল্যান্ডের আর্চার তিনটি ও স্যাম কারান এবং আদিল রশিদ দুইটি করে উইকেট লাভ করেন।

 

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট