১৭ ফেব্রুয়ারি, ২০২৩ | ৮:৫৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) লিগ পর্বের সময়সূচি ঘোষণা করেছে বিসিসিআই। আগামী ৩১ মার্চ গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে আইপিএলের এবারের আসর। আহমেদাবাদে ১ লাখ ৩২ হাজার দর্শক ধারণক্ষমতার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।
লিগ পর্বে প্রতিটি দল ৭টি করে হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে। ৫২ দিনে ১২টি ভেন্যুতে হবে লিগ পর্বের ৭০ ম্যাচ। এর মধ্যে ডাবল হেডার ডে তথা দিনে দুটি করে ম্যাচ হবে ১৮টি। ১ এপ্রিল মৌসুমের প্রথম ডাবল হেডার ডেতে মুখোমুখি হবে পাঞ্জাব-কলকাতা এবং লখনউ-দিল্লি।
প্লে-অফ এবং ফাইনালের সময়সূচি পরে জানানো হবে।
পূর্বকোণ/মামুন/পারভেজ