১১ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:৫৬ অপরাহ্ণ
ক্রীড়া ডেস্ক
ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের প্রথমদিন আম্পায়ারের অনুমতি না নিয়ে তর্জনী আঙ্গুলে মলম মেখে বোলিং করায় রবীন্দ্র জাদেজাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
শনিবার (১১ ফেব্রুয়ারি) অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আইসিসি। শুধু তাই নয়, এ ঘটনার কারণে তাকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
বিবৃতিতে আইসিসি জানায়, রবীন্দ্র জাদেজা আইসিসির আচরণবিধির ২.২০ অনুচ্ছেদে দোষী সাব্যস্ত হয়েছেন। যেখানে বলা আছে মাঠে এমন কিছু করা যেটা ক্রীড়া চেতনার পরিপন্থী। তবে জাদেজা জরিমানা মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয় নি।
প্রথম দিন ভারতের ইনিংসে ৪৬তম ওভারে জাদেজা তার সতীর্থ মোহাম্মদ সিরাজের তালু থেকে মলম নিয়ে তার তর্জনীতে মাখে। পরবর্তীতে ভারতের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়, জাদেজা কেবল ওষুধ হিসেবেই তার তর্জনী আঙ্গুলে মলম ব্যবহার করেছেন। অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তবে দোষটা তিনি করেছেন আম্পায়ারের অনুমতি না নিয়ে।
এদিকে শাস্তি পেলেও বড় ব্যবধানে ভারতকে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতিয়েছেন জাদেজা। সিরিজের প্রথম টেস্টে অজিদের ইনিংসে ১৩২ রানে হারিয়েছে ভারত।
পূর্বকোণ/জেইউ/পারভেজ