চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শামসুন্নাহারের হ্যাটট্রিকে ফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

৭ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:০৭ অপরাহ্ণ

ভুটানের বিপক্ষে একটা পয়েন্ট হলেই হয়ে যেত বাংলাদেশের। আগের ম্যাচে নেপালের বিপক্ষে একই সমীকরণ ছিল ভারতেরও। কিন্তু ভারতের হারে একটা হালকা সতর্কবাণী কিছুটা হলেও যেন শুনতে পাচ্ছিলেন বাংলাদেশের ফুটবলাররা। তাই তেড়েফুঁড়ে খেলা শুরু থেকেই। আর সেই খেলার ফল বড় ব্যবধানে জয়।

 

আগের দুই ম্যাচে ১৬ গোল হজম করার সঙ্গে দলের একাধিক ফুটবলারের চোট দুর্বল থেকে দুর্বলতর বানিয়েছিল ভুটানকে। কোনোরকমে মাঠে নামা দলটাকে নিয়ে নিজেরাই খেললেন শামসুন্নাহার জুনিয়র ও আকলিমা খাতুন। হ্যাটট্রিক করেছেন অধিনায়ক শামসুন্নাহার। জোড়া গোল করেছেন আকলিমা। দুজনের গোলে ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয় ৫-০ গোলে।

 

ভুটানকে হারিয়ে টানা তিন টুর্নামেন্টের ফাইনালে নেপালকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশের মেয়েরা। গত সেপ্টেম্বর নেপালকে তাদের মাটিতে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ জিতেছিল বাংলাদেশ। দুই মাস পর নভেম্বরে বাংলাদেশকে ঘরের মাঠে কাঁদিয়ে অনূর্ধ্ব-১৫ সাফ শিরোপা জিতে নেয় নেপালের কিশোরীরা। অনূর্ধ্ব-২০ সাফের ফাইনাল জিতে এগিয়ে যাওয়ার সুযোগ এখন দুই দলের সামনেই।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট