চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

লিটন-রিজওয়ানের ফিফটিতে কুমিল্লার সংগ্রহ ১৬৫

স্পোর্টস ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২৩ | ৩:৩২ অপরাহ্ণ

লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার খুলনা টাইগার্সের বিপক্ষে মাঝারি সংগ্রহ পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার (২৮ জানুয়ারি) টস হেরে আগে ব্যাট করতে নামে কুমিল্লা। নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৬৫ রানের সংগ্রহ পায় ইমরুল কায়েসের দল।

 

লিটন ও রিজওয়ানের ব্যাটে কুমিল্লার শুরুটা হয় দারুণ। উদ্বোধনী জুটিতে ৫৯ বলে ৬৫ রান সংগ্রহ করেন তারা। এরপর ৯ চারে ফিফটি পূর্ণ করা লিটন দাস বিদায় নিলেও থিতু হয়ে থাকেন রিজওয়ান। তাকে সঙ্গ দিতে নেমে ব্যাটে ঝড় তোলেন চার্লস। রিজওয়ানের সঙ্গে ৩৮ বলে গড়েন ৬০ রানের জুটি।

 

সপ্তদশ ওভারে চার্লসকে ফেরান ওয়াহাব রিয়াজ। ২২ বলে ৫ ছক্কায় ৩৯ রান করে সাঝঘরে ফেরেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার। শেষদিকে ৪২ বলে ফিফটি পূর্ণ করেন রিজওয়ান। খুশদিল শাহকে সঙ্গে নিয়ে দলকে এনে দেন মাঝারি সংগ্রহ। ৪৭ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন তিনি। খুশদিল করেন অপরাজিত ১৩ রান। খুলনার হয়ে ১ টি করে উইকেট পেয়ছেন ওয়াহাব রিয়াজ এবং নাহিদুল ইসলাম।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট