চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিপিএল চলাকালেই পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে ওয়াহাব

স্পোর্টস ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২৩ | ১১:৪৭ অপরাহ্ণ

চলমান বিপিএলে দুর্দান্ত সময় পার করছেন পাকিস্তানের ওয়াহাব রিয়াজ। ১২ উইকেট নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট পেয়েছেন তিনি। কিন্তু এর মাঝেই খবর এলো- এ পেসারকে পাঞ্জাব তত্ত্বাবধায়ক সরকারের ভারপ্রাপ্ত ক্রীড়া মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসীন নাকভির অধীনে ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াহাব রিয়াজ। তবে সময়মতো দায়িত্ব বুঝে নিতে হবে তাকে। এজন্য বিপিএল ছেড়ে দায়িত্ব নিতে পাকিস্তানে চলে যাবেন ওয়াহাব। ওয়াহাবসহ মোট ১১ জনকে এই দফায় দায়িত্ব দেওয়া হয়েছে।

 

পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫৬ ম্যাচ খেলে ২৩৭ উইকেট শিকার করেছেন ওয়াহাব। ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চলতি বিপিএলে ওয়াহাব বিশ্বের ষষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টি সংস্করণে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট