চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ওয়ানডেতে সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান গিল, তবুও সন্তুষ্ট নন বাবা!

স্পোর্টস ডেস্ক

১৯ জানুয়ারি, ২০২৩ | ১২:৫০ অপরাহ্ণ

বাংলাদেশ সিরিজে টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন ভারতের তরুণ ব্যাটার শুভমান গিল। এরপর শ্রীলংকার বিপক্ষে শেষ ওয়ানডেতেও দেখা পান শতকের। কয়েক ম্যাচ পরই গিল সেই শতককে দ্বিশতকে পরিণত করেছেন। তাও আবার মাত্র ২৩ বছর ১৩২ দিন বয়সে। ফলে এখন ওয়ানডেতে দ্বিশতক করা সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান তিনি। তবে এমন পারফর্ম্যান্স তার বাবা লখিন্দর গিলকে খুব একটা খুশি করতে পারেনি।

হায়দরাবাদে অনুষ্ঠিত নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে গিল ডাবল সেঞ্চুরি করেন। টানা তিন ছক্কায় দ্বিশতক পূর্ণ করা গিল খেলেছেন ২০৮ রানের দুর্দান্ত ইনিংস। তবে তার বাবা লখিন্দরের মতে শ্রীলংকায় শেষ ম্যাচে দ্বিশতক করতে পারতেন গিল। তাইতো গিলের ওপর কিছুটা বিরক্ত তিনি।

 

শুভমান গিলের বাড়ির সদস্য গুরক্রিত মান জানিয়েছেন লখিন্দরের এমন অসন্তুষ্টির কথা। দেশটির এক সংবাদমাধ্যমকে তিনি জানান, শুভমান সেদিন (শ্রীলংকায় তৃতীয় ওয়ানডেতে) দ্বিশতক করতে ব্যর্থ হওয়ার পর তার বাবা আক্ষেপ করে বলেছেন, ‘শুভমান আর কবে শিখবে!’

লখিন্দরের ভাষায়, ‘সে তো শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতেই দ্বিশতক তুলে নিতে পারত, কিন্তু যথেষ্ট সময় পেয়েও সে তা করতে পারেনি। বাজেভাবে আউট হয়েছে।’

 

এমন ঘটনা আগেও একবার হয়েছে। ২০২১ সালে ব্রিসবেনের গ্যাবায় নিজের প্রথম টেস্ট শতকের খুব কাছে পৌঁছেও ৯১ রানে ফিরেছিলেন শুভমান। গুরক্রিত জানিয়েছেন, শুভমানের বাবা সেদিন নাকি ছেলের ওপর বেজায় চটেছিলেন। শুভমান অবশ্য টেস্টে শতক পেয়েছেন গ্যাবার ১৬ ইনিংস পর গত মাসে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে।

এদিকে, গিলের করা দ্বিশতক নিয়ে ক্রিকেট মহলে প্রশংসার জোয়ার বইছে। ভারতের সাবেক ব্যাটসম্যান সঞ্জয় মাঞ্জরেকার শুভমান গিলের এই ইনিংসের প্রশংসা করতে গিয়ে মহেন্দ্র সিং ধোনিকে স্মরণ করেছেন। তার মতে, ‘আমি যখন প্রথম ধোনিকে দেখি, তখন সে বেশিরভাগ ছক্কাই সোজাসুজি মারত। সে সময় মনে হয়েছিল, মেরে খেলায় ধোনি খুবই ধারাবাহিক হবে। গিলও একইভাবে ছক্কা মারতে পারে। তাকে নিয়ে আমি অত্যন্ত আশাবাদী।’

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট