চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

আর্জেন্টিনার ক্লাবে খেলার প্রস্তাব বাংলাদেশি ডিফেন্ডার তপু বর্মণকে

অনলাইন ডেস্ক

১৮ জানুয়ারি, ২০২৩ | ৮:৫৬ অপরাহ্ণ

শিরোনাম পড়ে চমকে যাচ্ছেন? যাওয়ারই কথা। ফুটবলীয় দিক থেকে যে আর্জেন্টিনাকে বাংলাদেশের অধিকাংশ মানুষ মাথায় রাখে, সেই দেশেই কি না খেলার প্রস্তাব পেলেন বাংলাদেশি ফুটবলার । অবাক না হয়ে কি পারা যায়? হ্যাঁ বাংলাদেশের ডিফেন্ডার তপু বর্মণ আর্জেন্টিনার ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছেন।

ডিফেন্ডার তপু বর্মণ ছাড়াও আরো একজন বাংলাদেশি ডিফেন্ডার মাহমুদ হাসান কিরণও আর্জেন্টিনার ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছেন। তপু ও কিরণ প্রস্তাব পেয়েছেন আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল ‘সোল ডে মায়ো’ থেকে। তাদের সঙ্গে গত বছরের শেষ দিক থেকেই নাকি যোগাযোগ করে আসছে ক্লাবটি। কিন্তু সেখানে গিয়ে এই জুটি খেলবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

 

তপু বলেন, ‘কাতার বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। কিছু দিন আগে আমি অফার পেয়েছি। কিন্তু সমস্যাটা হচ্ছে সময়ের।’

তপু ও কিরণ, দুজনই খেলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধার হয়ে। তাই ক্লাব ম্যানেজমেন্টের কাছ থেকে নির্দেশনা পেয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা। তপু বলেন, ‘আমি ক্লাবের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি। তারা আমাকে অনুমতি দিলে, ধারে সেখানে (আর্জেন্টিনা) খেলতে পারি। যদ্যি সত্যি সত্যিই সেখানে যেতে পারি, তবে এটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা হবে। তাদের ‍ফুটবল সংস্কৃতি সম্পর্কেও আমি আরও বেশি জানতে পারব।’

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট