৯ জানুয়ারি, ২০২৩ | ১:২৭ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক
এবার আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের পর মাঝরাতেই ঢাকার রাস্তায় উদযাপনে নামেন সাকিব আল হাসান। চ্যাম্পিয়ন দলের প্রাণভোমরা লিওনেল মেসি সাকিবের এত পছন্দের যে, চাঁদে গেলেও তাকে সঙ্গী করতে চান। তবে কখনো মেসির পাশে খেলার সুযোগ পেলে আরেক আর্জেন্টাইন (রড্রিগো) ডি পলের জায়গা নিতে চান ক্রিকেটের এই অলরাউন্ডার।
রবিবার (৮ জানুয়ারি) রাতে একটি প্রতিষ্ঠানের মিট উইথ সাকিব আল হাসান প্রোগ্রামে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দেশীয় ক্রিকেটের পোস্টার বয় সাকিবকে প্রশ্ন করা হয় ফুটবলে মেসির সঙ্গে কোন ম্যাচে অংশ নেবার সুযোগ হলে কোন পজিশনে খেলবেন। জবাবে সাকিব জানান, ‘পজিশন তো মেসির’টা সবচেয়ে প্রিয়। তবে ওর সঙ্গে খেলতে হলে তো ওর পজিশনে খেলা যাবে না। অন্য একটা পজিশন নিতে হবে, (রড্রিগো) ডি পলের জায়গাটা নিতে হবে।’
আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিইও (বিসিবির) নয়, হলে তো সভাপতি হওয়াই ভালো।’
এর আগে বিপিএল নিয়ে হতাশা প্রকাশ করেন সাকিব আল হাসান। তিনি বলেন, ‘আমাকে যদি সিইওর দায়িত্ব দেওয়া হয় আমার বেশি দিন লাগবে না। আমার ধারণা, ১ থেকে ২ মাস লাগবে সবকিছু ঠিক করতে- ম্যাক্সিমাম। দুই মাসও লাগার কথা নয়। দুই মাস তো অনেক দূরের কথা বলেছি।’
পরে তার এই মন্তব্য ক্রিকেট পাড়ায় নতুন আলোচনার জন্ম দেয়। যার রেশ ধরে অনানুষ্ঠানিকভাবে বিসিবির পক্ষ থেকে তাকে সিইও’র দায়িত্ব নেওয়ার আহবান জানানো হয়। সভাপতি হওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়ে সাকিব মূলত সে কথোপকথনেই নতুন মন্তব্য যোগ করেছেন।
পূর্বকোণ/এএস