চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আন্তর্জাতিক ক্রিকেটে রান সংগ্রাহকের তালিকার দুই নম্বরে লিটন

অনলাইন ডেস্ক

২৪ ডিসেম্বর, ২০২২ | ১০:১৮ অপরাহ্ণ

তিন ফরম‌্যাটেই দারুণ ফর্মে আছেন লিটন দাস। মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৬ রানের ইনিংস খেলে বছর শুরু করেছিলেন লিটন। শেষ করলেন ভারতের বিপক্ষে ৭৩ রানের ইনিংস খেলে। বর্ষপঞ্জিকায় সবচেয়ে বেশি রান করে লিটন নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। শুধু বাংলাদেশি ক্রিকেটারদের নয়, চলতি বছর রান সংগ্রাহকের তালিকার দুই নম্বরে আছেন বাংলাদেশি এই উইকেটকিপার ব্যাটার।

 

চলতি বছর নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইতে ৮৬ রানের ইনিংস দিয়ে বছর শুরু করা লিটন চলতি বছরটি স্বপ্নের মতো রাঙিয়েছেন। তিন ফরম‌্যাট মিলিয়ে ৫০ ইনিংসে ৪০.০২ গড়ে ১ হাজার ৯২১ রান নিয়ে বছর শেষ করেছেন তিনি। ৩ সেঞ্চুরি ছাড়াও হাফসেঞ্চুরি আছে ১৩টি। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে লিটনের কাছাকাছি কেবল যেতে পেরেছিলেন মুশফিক। ২০১৮ সালে ২ সেঞ্চুরি ও ৯ হাফ সেঞ্চুরিতে ১ হাজার ৬৫৭ রান করেছিলেন উইকেট কিপার এই ব্যাটার।

আন্তর্জাতিক ক্রিকেটেও খুব ভালো অবস্থানে লিটন। এ বছর রান তোলায়  সবার শীর্ষে আছেন পাকিস্তানের বাবর আজম। ৪৩ ম‌্যাচে ৫০ ইনিংসে বাবর আজমের রান ২ হাজার ৪২৩ রান। এরপরই আছেন লিটন। তিন নম্বরে থাকা মোহাম্মদ রিজওয়ান  ৪১ ম‌্যাচে ৪৭ ইনিংসে করেছেন ১ হাজার ৫৯৮।

 

অথচ মুদ্রার উল্টা পিঠও দেখেছিলেন লিটন। গত বছর রান করতে পারেননি বলে তাকে নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল। লিটন যত রান করবে, তত শতাংশ ছাড় দেওয়া হবে—এমন বিজ্ঞাপনও দেখা গিয়েছিল। নিন্দুকের সেইসব সমালোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লিটন এগিয়ে যাচ্ছেন আপন মহিমায়, ‘সমালোচনা হবেই। নামের পেছনে ট্যাগ থাকলে মানুষ বাহবাও দিবে, খারাপও বলবে। এটা নিয়ে আমি চিন্তিত না। আমি অবশ্যই চেষ্টা করব জায়গা ধরে রাখার জন্য, তবে এটা অনেক কঠিন। প্রতি বছরই আপনি ঐ পর্যায়ে যেতে পারবেন না। আমি নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব সফল হওয়ার।’

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট