চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সেঞ্চুরির আগেই ফিরলেন পন্থ-আয়ার, ভারতের লিড

স্পোর্টস ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০২২ | ৩:৫৫ অপরাহ্ণ

বিরাট কোহলি আউট হওয়ার পর বাংলাদেশের বোলারদের পক্ষে হেলে পড়ছিল ভারতের ইনিংস। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ১৫৯ রানের জুটি গড়েন ঋষভ পন্থ ও শ্রেয়াস আয়ার। দুজনেই সেঞ্চুরির কাছাকাছি গিয়েছিলেন। কিন্তু পন্থ ৯৩ ও আয়ার ফিরেছেন ৮৭ রান করে। ততক্ষণে বাংলাদেশের করা ২২৮ রান পার করে লিড বাড়াতে শুরু করে সফরকারীরা।

তবে বড় জুটি গড়া দুই ব্যাটারই একবার করে জীবন পেয়েছেন। দুজনের ক্যাচ মিসের সুযোগটা তারা কাজেও লাগিয়েছিলেন। পরে দলীয় ২৫৩ রানে মেহেদী হাসান মিরাজের বলে নুরুল হাসান সোহানকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন পন্থ। একইভাবে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে সাকিব আল হাসানের এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন আয়ার।

 

এর আগে ৯৪ রানেই ভারতের ৪ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। সম্ভাবনা ছিল অল্পতেই গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে এগিয়ে থাকার। কিন্তু বিপদ কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ালো লোকেশ রাহুলের দল।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২৮৩ রান। এতেই ৫৬ রানের লিড নিয়েছে লোকেশ রাহুলের দল। ক্রিজে আছেন জয়দেব উনাদকাট ও রবীচন্দ্রন অশ্বিন।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত তাইজুল তিনটি, সাকিব দুটি এবং তাসকিন ও মিরাজ নিয়েছেন একটি করে উইকেট।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট