চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

যোগ্য হিসেবেই বিশ্বকাপ জিতেছে মেসি, বললেন পেলে

স্পোর্টস ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২২ | ১২:৩১ অপরাহ্ণ

২০১৪ বিশ্বকাপে শ্রেষ্ঠত্বের মুকুটে’র হাতছোঁয়া দূরত্বে থেকে বিদায় নিয়েছিলেন ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। এবার আর তার পুনরাবৃত্তি হয়নি। সব পাওয়ার ভীড়ে তার একটাই আক্ষেপ ছিল- সেটি হলো বিশ্বকাপ। ফ্রান্সকে হারিয়ে অবশেষে এই কিংবদন্তী ষোলকলা পূর্ণ করেছেন। এরপর থেকে পুরো আর্জেন্টিনা ও মেসি ভাসছেন অভিনন্দনের জোয়ারে। ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলেও জানালেন, ‘যোগ্য হিসেবেই বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা।’

ফুটবলের ‘কালো মানিক’ অভিনন্দন জানিয়ে বলেন, ‘আজ ফুটবল তার গল্প বলাটা চালিয়ে যাবে, সবসময়ের মতো রোমাঞ্চকরভাবে। মেসি প্রথম বিশ্বকাপ জিতেছে এবার। তার ক্যারিয়ার যেভাবে এগোচ্ছিল, তাতে এটার যোগ্যই ছিল সে।’

 

পেলে প্রশংসা করেছেন ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পেরও। তিনি বলেন, ‘আমার বন্ধু এমবাপ্পে, তুমি ফাইনালে ৪ গোল করেছ। আমাদের খেলাটায় এমন কিছু অসাধারণ।’

কাতার বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে থাকা মেসি ফাইনালেও নিজের প্রতিভার সর্বস্ব ঢেলে দিয়েছেন। পুরো আসরে দ্বিতীয় সর্বোচ্চ গোল ও এসিস্ট মিলিয়ে গোল্ডেন বলটাও দখলে নিয়েছেন তিনি। যার মাধ্যমে আগে থেকেই এ বিশ্বকাপকে ব্যক্তিগত ক্যারিয়ারের শেষ বলে দেওয়া আসরও রাঙিয়েছেন দারুণভাবে।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট