চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ফাইনালে ৫৬ বছরের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২২ | ১১:৫৬ পূর্বাহ্ণ

বিশ্বকাপ ফাইনাল ম্যাচে পিছিয়ে পড়া ফ্রান্সকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন কিলিয়ান এমবাপ্পে। শুধু তাই নয়, বিশ্বকাপের ফাইনালে করেছেন হ্যাটট্রিকও। কিন্তু ট্রফি জিততে না পেরে সেই কৃতিত্ব শেষ পর্যন্ত ম্লান হয়ে গেছে।

 

ট্রফি জিততে না পারলেও বিরল এক রেকর্ডবুকে নিজের নাম তুলে ফেলেছেন এমবাপ্পে। ১৯৬৬ সালের বিশ্বকাপ ফাইনালের পর, এই প্রথম কোনো বিশ্বকাপ ফাইনালে গোলের হ্যাটট্রিক। সেই হ্যাটট্রিকের দাবিদার কিলিয়ান এমবাপে। ৬৬-তে ইংল্যান্ডের জিওফ হার্স্টের এই রেকর্ড ছিল। ৫৬ বছরে কেউ ভাগ বসাতে পারেনি সেই রেকর্ড। এমবাপে পারলেন।

 

সেকেন্ড হাফেও পিছিয়ে ছিল ফ্রান্স। সেখান থেকে এমবাপের জোড়া গোলে ম্যাচে সমতা ফেরে। ১১৮ মিনিটে পেনাল্টি থেকে আরও একটি গোল এমবাপের। আর্জেন্টিনা-ফ্রান্সের স্কোরবোর্ড তখন ৩-৩। ফ্রান্সের তিনটি গোলেরই ক্রেডিট এমবাপের।

এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। সেখান থেকে শেষ হাসি আর্জেন্টিনার।

 

পূর্বকোণ/আর

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট