চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মেসির জন্য প্রার্থনা

১৮ ডিসেম্বর, ২০২২ | ১১:০০ পূর্বাহ্ণ

এনগোলো কান্তে, বেনজেমা, পগবা ছাড়া দিদিয়ের দেশমের লেস ব্লুসরা বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ ফাইনালে। গ্রুপ পর্ব থেকে হুগো লরিস, এমবাপে, গ্রিজম্যানরা মাঠে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছে। বিশেষ করে, শেষ দিকে প্রতিটি ম্যাচে আশ্চার্যজনক পারফরম্যান্স ছিল ওলিভার জিরুদদের।

 

আজ রবিবার রাতে ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে প্রথম একাদশে করিম বেনজেমা মাঠে নামলে আক্রমণের ধার আরও বাড়বে বিশ্ব চ্যাম্পিয়নদের। ব্যালন ডি’অর জয়ী এ তারকা ফুটবলারকে মাঠে নামাবেন কিনা, বা মাঠে একাদশ নিয়ে অন্য কৌশল আছে কিনা, সেটা একমাত্র দিদিয়ের দেশমই ভাল জানে।

 

বিশ্বকাপের সেমিফাইনালে নজরকাড়া নৈপুণ্য প্রদর্শন করেছেন সাতবারের ব্যালেন ডি’অর বিজয়ী লিওনেল মেসি। মাঠে তার পায়ের নিপুণ কাজ এবং অসাধারণ ড্রিবলিংয়ের ক্ষমতা মুগ্ধ করেছে দর্শকরদের। আজ তার হাতে বিশ্বকাপের সে সোনালি ট্রফিটা দেখতে চায় ফুটবল ভক্তরা।

 

বিশ্বকাপের শুরুতে সৌদি আরবের বিপক্ষে ম্যাচটা তাতিয়ে দিয়েছে আর্জেন্টিনা দলকে। মাঠে আলভারেজের নৈপুণ্য পুরো দলকে আরও উৎসাহী করেছে। তবে গত ম্যাচে মাঠে মেসিকে হ্যামস্ট্রিংয়ের ইনজুরি কিছুটা ভুগিয়েছে। তবে প্রার্থনা ফাইনালে ভালভাবেই মাঠে নামতে পারবেন এই ম্যাজিক ম্যান। তবে আমার ধারণা ম্যাচটা ২- ১ ব্যবধানে জিততে পারে ফ্রান্স।

 

পূর্বকোণ/আর

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট