চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

টেল এন্ডারদের ব্যাটে ৪০০ পেরোল ভারত, নেমেই আউট শান্ত

স্পোর্টস ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০২২ | ২:০৫ অপরাহ্ণ

তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের দ্বৈত নৈপুণ্য দেখানোর পরও ভারতকে সহজে আটকাতে পারেনি টাইগাররা। দ্বিতীয় দিনের প্রথম সেশন থেকেই দাপট দেখিয়েছে ভারতের টেল-এন্ডাররা। অষ্টম উইকেট জুটিতে ভারতের রবিচন্দন অশ্বিন এবং কুলদীপ যাদবের ব্যাটে ভর করে সফরকারীদের প্রথম ইনিংস শেষ হয়েছে ৪০৪ রানে।

চট্টগ্রামের সাগরিকায় প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রান সংগ্রহ করেছিল বিরাট কোহলির দল। অপরাজিত ৮২ রান নিয়ে মাঠ ছাড়েন শ্রেয়াস আয়ার। কিন্তু ‍দ্বিতীয় দিনের শুরুতেই এবাদতের দুর্দান্ত এক ডেলিভারিতে তিনি বোল্ড হন। ১০ চারে ১৯২ বলে ৮৬ রান করে ফেরেন আইয়ার।

 

আইয়ার ফিরে গেলেও দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ৩০০ পেরিয়ে যায় ভারতীয়রা। দ্রুতই উইকেট তুলে নিতে না পারায় ক্রমশ চাপ বাড়তে থাকে টাইগারদের। রবিচন্দন অশ্বিনের ৫৮ এবং কুলদীপের ৪০ রানে ব্যাটে ৪০৪ রানে থামে ভারত।

বাংলাদেশের হয়ে তাইজুল ও মিরাজ নেন চারটি করে উইকেট। এছাড়া, এবাদত হোসেন ও খালেদ আহমেদ একটি উইকেট করে আদায় করে নেন।

জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ সিরাজের প্রথম বলেই উইকেট কিপার রিষাভ প্যান্টকে ক্যাচ দিয়ে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। এরপর দলীয় রান পাঁচ হতেই উমেষ যাদবের বলে বোল্ড হন ইয়াসির আলী। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৮ রান।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট