চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘মরক্কো রূপকথা’ থামাল ফ্রান্স

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২২ | ১১:০৮ পূর্বাহ্ণ

মরক্কোকে বিদায় দিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে ওঠল ফ্রান্স। এটলাস সিংহদের রূপকথা থামিয়ে দিল বিশ্ব চ্যাম্পিয়নরা। সেমিফাইনালে এসে থামল অবিশ্বাস্য সব গল্পের জন্ম দেয়া মরক্কোর স্বপ্নযাত্রা। ফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কোকে ২-০ ব্যবধানে হারাল ফ্রান্স। গতকাল ম্যাচের শুরুতে কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো মরক্কোর জালে বল পাঠালেন থিও হার্নান্দেজ। এরপর দ্বিতীয়ার্ধে ফ্রান্সের জয় নিশ্চিত করা গোলটি করেন কোলো মুয়ানি। আগামী রবিবার রাত নয়টায় শিরোপা লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবে এমবাপে জিরুদরা।

 

ম্যাচের শুরুটা পাঁচ মিনিটেই এগিয়ে যয় ফ্রান্স। মরক্কোর রক্ষণভাগে বল পেয়ে গ্রিজম্যান পাস দেন কিলিয়ান এমবাপেকে। এমবাপে দু’বার গোলের উদ্দেশ্যে শট মারলেও তা আটকে যায়। শেষ বার এক ডিফেন্ডারের গায়ে লেগে তা চলে যায় বাঁ দিকে থাকা থিও হার্নান্দেজের দিকে। উল্টো দিকে থাকা থিও কিছুটা লাফিয়ে বাঁ পায়ের সাইড ভলিতে বল জালে জড়ান। পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার চেষ্টা করে মরক্কো। কিন্তু খেলার ধারার বিপরীতে দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে মরক্কোর গোলমুখে সতীর্থের পাস দেয়া বলে পা ছুঁইয়ে ফ্রান্সের জয় নিশ্চিত করা দ্বিতীয় গোলটি করেন মুয়ানি।

 

পূর্বকোণ/আর

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট