১২ ডিসেম্বর, ২০২২ | ১:১২ অপরাহ্ণ
নিজস্ব ক্রীড়া প্রতিবেদক
একের পর এক অঘটন ঘটেই চলছে কাতার বিশ্বকাপে। এরই মধ্যে ছিটকে গেছে অনেক প্রিয় দল। ৯২ বছরের ইতিহাস ভেঙে শেষ চারে জায়গা করে নিয়েছে আফ্রিকান দেশ মরক্কো।
আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি মরুর বুকে বিশ্ব আসরে ভিন্ন রূপে দেখা দিয়েছেন। নিজে গোল করছেন, এমনকি সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন। এখন পর্যন্ত চার গোল করেছেন মেসি, জিতেছেন তিনবার ম্যাচ সেরার পুরস্কার। তবে মেসিকে ভয়ের কিছুই দেখছেন না ক্রোয়েশিয়ার কোচ জলাটকো দালিচ। মেসির জন্য কৌশল করেছেন এই ক্রোয়াট কোচ।
তার মতে, কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ম্যাচের পারফরম্যান্স পুনরাবৃত্তি করতে পারলে আর্জেন্টিনার সঙ্গে ভয়ের কিছুই নেই।
তিনি দাবি করলেন, লিওনেল মেসিকে পাহারায় রাখতে হবে। তবে সেটা অবশ্যই প্লেয়ার-অন-প্লেয়ার স্টাইলে নয়। কারণ, সবশেষ সাক্ষাতে আমরা তা করিনি।
ক্রোয়াট কোচ বলেন, আমরা জানি মেসি কতটা দৌড়ায়, বল পায়ে খেলতে পছন্দ করে। আর সফল হতে হলে আমাদের রক্ষণে শৃঙ্খলা ধরে রাখতে হবে। আমরা ব্রাজিলের বিপক্ষে যা করেছি, তার পুনরাবৃত্তি করতে পারলে আমাদের ভয় পাওয়ার কিছুই নেই।
পূর্বকোণ/আর