চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মেসিকেই এগিয়ে নিতে হবে আর্জেন্টিনাকে, নেইমারে উজ্জ্বীবিত ব্রাজিল

৯ ডিসেম্বর, ২০২২ | ১১:৪১ পূর্বাহ্ণ

কাতার বিশ্বকাপে এখনও ফেবারিটের মতো খেলে যাচ্ছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের গত ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে তাদের টিম ওয়ার্ক অসাধারণ লেগেছে। প্রতিপক্ষের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবলে ভক্তদের আশার আরও বাড়িয়ে দিয়েছে সেলেসাওরা। নেইমার মাঠে ফেরার সাথে সাথে যেন পাল্টে গেছে পুরো দল। মাঠে নেইমারের এ উপস্থিতি আজও পুরো দলকে উজ্জ্বীবিত রাখবে। এ পর্যন্ত মাঠে তিন গোলরক্ষককে মাঠে নামিয়ে কোচ তিতে।

 

তাদের পারফরম্যান্সও সন্তোষজনক ছিল। অন্যদিকে গ্রুপ পর্ব ও দ্বিতীয় রাউন্ডে ক্রোয়েশিয়া দলের পারফরম্যান্স সাধারণ। রাশিয় বিশ্বকাপের রানারআপরা মাঠে আহামরি কিছু দেখাতে পারেনি এখনও। তারপরও কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ক্রোয়েশিয়া ম্যাচটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে এমটাই আশা করা যায়। ব্রাজিল ২-১ ব্যবধানে জিততে পারে।

 

এবার কাতার বিশ্বকাপে ফেবারিট দলগুলোর মধ্যে অন্যতম আর্জেন্টিনা। মাঠে তাদের পারফরম্যান্স অনেকটা ‘ওয়ান ম্যান শো’। লিওনেল মেসির নৈপুণ্যের ওপর পুরো দলের পারফরম্যান্স নির্ভর করে। রাউন্ট ১৬ এর ম্যাচে মেসির গোলেই এগিয়ে যাওয়ার পর ছন্দ ফিরে পায় ফুটবলাররা। এরপর বাকিসময় মাঠে অসাধারণ খেলে পুরো দল। আজ বড় ম্যাচে মেসি, ডি মারিয়াদের পারফম্যন্স করতে হবে।

 

অন্যদিকে ভাল ব্র্যান্ডের ফুটবল খেলছে নেদারল্যান্ডস। এখনও পর্যন্ত বিশ্বকাপে অপরাজিত দল। আগের প্রত্যেকটি ম্যাচে গোল পেয়েছে ডাচরা। টোটাল ফুটবলের দেশ নেদারল্যান্ডসের সাথে আর্জেন্টিনার এ কোয়ার্টার ফাইনালটি জমজমাট হবে। আক্রমণ ও পাল্টা আক্রমণের এ ম্যাচটি দর্শকদের জন্য উপভোগ্য হবে। ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গেলে ড্র থাকতে পারে। টাইব্রেকারে দুই দলের ভাগ্য নির্ধারিত হবে।

 

পূর্বকোণ/আর

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট