চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মেসিদের মাঝ মাঠের কান্ডারী ডি পল উড়িয়ে দিলেন ইনজুরির শঙ্কা

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

৮ ডিসেম্বর, ২০২২ | ১:৪৫ অপরাহ্ণ

চলছে মরুর বুকে প্রথম বিশ্বকাপ ফুটবল আসরে শেষ চারে ওঠার লড়াই। কাতার বিশ্বকাপের এই লড়াইয়ে নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা। শুক্রবার দিবাগত রাত ১টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

 

তবে এই ম্যাচ বড় দুসংবাদ পেতে যাচ্ছে এমনটা প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যামে। মেসিদের মাঝ মাঠের কান্ডারী রদ্রিগো ডি পলের ইনুজুরি- এমন টাই প্রকাশ করা হয় গণমাধ্যমগুলোতে।

 

ম্যাচের আগে কাতার বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলনে নামে কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা। এদিন সতীর্থদের সঙ্গে ওয়ার্ম-আপ করেন রদ্রিগো ডি পল। লে আলবেসেলিস্তাদের এই মিডফিল্ডারকে নিয়ে ইনজুরির শঙ্কা জাগে। শঙ্কা জাগে শেষ আটে তার খেলা নিয়েও।

 

গণমাধ্যমের তথ্যমতে, হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন ডি পল, যার শুরুটা অনুশীলন থেকেই। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে ডি পল দাবি করেছেন, তিনি ঠিক আছেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অনুশীলনের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, সবকিছু ঠিক আছে। আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং নতুন একটি ফাইনালের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছি। চলো আর্জেন্টিনা, সবাই একসঙ্গে এগিয়ে যাই।

 

পূর্বকোণ/আর

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট