চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মেসিকে কোনো কৌশল দিয়েই আটকানো সম্ভব না : পোল্যান্ড কোচ

অনলাইন ডেস্ক

৩০ নভেম্বর, ২০২২ | ৭:২০ অপরাহ্ণ

লিওনেল মেসিকে আটকানোর পরিকল্পনা কী? ম্যাচের আগে এমন প্রশ্নের উত্তরে পোল্যান্ড কোচ চেস্টওয়াফ মিখনিয়েভিচ বলেছেন মেসির মতো ফুটবলার যে একাই গড়ে দিতে পারেন পার্থক্য! এক কথায় মেসিকে কোন কৌশল দিয়েই আটকানো সম্ভব না।

 

তিনি বলেন, ‘মেসির চারপাশে খেলোয়াড় রাখতে হবে, কেননা সে যদি ফাঁকা পেয়ে যায় তবে সহজেই গোল করে ফেলবে। একজন খেলোয়াড় মেসিকে আটকাতে পারবে না। আমাদের কয়েকজন তার চারপাশে রাখতে হবে।’

 

এভাবে মেসিকে ঘিরে রেখেও উপায় হবে কিনা, সেটি নিয়ে সন্দিহান পোল্যান্ড কোচ। মিখনিয়েভিচ বলেন, ‘পুরো বিশ্বই বছরের পর বছর চিন্তা করছে, মেসিকে কি করে আটকানো যায়। তারপরও সে গোলের পর গোল আর অ্যাসিস্ট করে যাচ্ছে। আমার মনে হয় না এই প্রশ্নের চূড়ান্ত উত্তর কারও জানা আছে।’

 

অনেকেই মনে করছেন, আর্জেন্টিনা-মেক্সিকোর লড়াইটা আদতে হবে মেসি আর লেওয়ানডস্কির লড়াই। তবে পোলিশ কোচ সেটা মানতে রাজি নন। তিনি বলেন, ‘এটা তো টেনিস না যে লড়াইটা শুধু মেসি-লেওয়ানডস্কির হবে। রবার্টেরও (লেওয়ানডস্কি) সতীর্থের সাহায্য লাগবে, মেসিরও। আমরা এই গ্রেট স্ট্রাইকারদের ওপর নির্ভর করি, তবে তারা একা জেতাতে পারবে না।’

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট