চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে সব ম্যাচেই জিতেছে মেসিরা

স্পোর্টস ডেস্ক

২৬ নভেম্বর, ২০২২ | ৫:৫৭ অপরাহ্ণ

ফুটবল বিশ্বকাপে এখন পর্যন্ত মেক্সিকো ও আর্জেন্টিনা তিনবার মুখোমুখি হয়েছে। এতে মেসিদের বিপক্ষে কোন ম্যাচেই জিততে পারেনি উত্তর আমেরিকার দেশটি। চলমান বিশ্বকাপেও মেক্সিকোর বিরুদ্ধে আর্জেন্টিনাকে অবশ্যই জিততে হবে। কেননা প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে বেশ চাপে ফেলে দিয়েছে আলবিসেলেস্তাদের।

শনিবার (২৬ নভেম্বর) রাত ১টায় সেই লুসাইল স্টেডিয়ামে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদেন মুখোমুখি হবে মেক্সিকো। যদি আর একটি অঘটন হয়, ভেঙে যাবে বিশ্বকাপ স্বপ্ন, চুরমার হবে ভক্তদের হৃদয়। তবে এখানেই স্বস্তি যে, বিশ্বকাপে সবসময় মেক্সিকোর বিপক্ষে জয় পেয়েছে আর্জেন্টিনা। এমনকি ভালো করেছেন দলের অন্যতম ভরসা লিওনেল মেসি।

 

১৯৩০ সালে বিশ্বকাপ ফুটবলের প্রথম আসরে আর্জেন্টিনা–মেক্সিকো মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে আর্জেন্টাইন স্ট্রাইকার স্ট্যাবিল গুইলির্মোর হ্যাটট্রিকে মেক্সিকোকে ৬-৩ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেবার প্রথম বারের মতো ফাইনাল খেলেছিল আলবিসেলেস্তারা। তবে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারেনি।

এরপর দল দুটি দ্বিতীয় বার মুখোমুখি হতে কেটে যায় ৭৬ বছর। ২০০৬ সালের সেই বিশ্বকাপেও মেক্সিকোকে হারিয়েছিল আর্জেন্টিনা। যদিও প্রথম থেকে শেষ পর্যন্ত আর্জেন্টিনা-মেক্সিকো ১-১ গোলে সমতায় ছিল। কিন্তু সে দিন ৯৮ মিনিটে ম্যাক্সি রদ্রিগেজের গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

 

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ সালের বিশ্বকাপে তৃতীয় বার মুখোমুখি হয় আর্জেন্টিনা–মেক্সিকো। শেষ ষোলোয় সেবার মেক্সিকোকে ৩-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনার পক্ষে জোড়া গোল করেছিলেন কার্লোস তেভেজ। এক গোল করেছিলেন গঞ্জালো হিগুয়েন।

এ নিয়ে ৫ বার মেক্সিকোর মুখোমুখি হয়েছেন খুদে জাদুকর লিওনেল মেসি। এই পাঁচ দেখায় হারের স্বাদ পাননি মেসি। চারবার পেয়েছেন জয় ও একবার করেছেন ড্র। নিজে গোল করেছেন তিনটি, গোল করিয়েছেন দুটি। ফলে পরিসংখ্যান এবং শক্তির বিচারে আজকের ম্যাচে খানিকটা এগিয়েই থাকবে লিওনেল স্কালোনির দল।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট