চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের

ক্রীড়া প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২২ | ৩:৩৯ পূর্বাহ্ণ

ম্যাচের প্রায় পুরোটা সময় সার্বিয়াকে পরীক্ষায় রাখা ব্রাজিল ঠিক সেভাবেই শুরু করলো, যেভাবে তারা লক্ষ্য নির্ধারণ করেছিল। উড়ন্ত এই জয়ে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন রিচার্লিশন।

অবিরত আক্রমণে সার্বিয়াকে দিশেহারা করে তুললো ব্রাজিল। কিন্তু রাফিনহার সহজ সুযোগ হাতছাড়াসহ আরও কয়েকটি মিসে গোলের দেখা মিললো না। শাসন করেও তাই হতাশায় প্রথমার্ধ শেষ। বিরতি থেকে আরও ধার বাড়ানো ব্রাজিলের ত্রাতা হয়ে উঠলেন রিচার্লিশন। সুযোগ হাতছাড়ার হতাশা কাটিয়ে সার্বিয়ার জালে বল পাঠানো ব্রাজিলিয়ান স্ট্রাইকার পরে চোখ জুড়ানো আরেকটি গোল করলেন। দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ব্রাজিল।

বৃহস্পতিবার রাতে লুসাইল স্টেডিয়ামে ‘জি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের প্রায় পুরোটা সময় সার্বিয়াকে পরীক্ষায় রাখা ব্রাজিল ঠিক সেভাবেই শুরু করলো, যেভাবে তারা লক্ষ্য নির্ধারণ করেছিল। উড়ন্ত এই জয়ে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন রিচার্লিশন।

পুরো ম্যাচে দাপট জারি রেখে খেলে ব্রাজিল। সার্বিয়া তাদের রক্ষণ সামলে মাঝে মাঝে আক্রমণ সাজালেও তা ব্রাজিলের তুলনায় অনেক কম ছিল। মুহুর্মুহু আক্রমণ সাজানো নেইমার-রাফিনহারা ৫৯ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখেন। সেলেসাওদের নেওয়া ২২টি শটের ৮টি ছিল লক্ষ্যে। সার্বিয়া গোলমুখে ৫টি শট নেয়, এর মধ্যে একটিও লক্ষ্যে ছিল না।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট