চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আজ মাঠে নামছে সেলেসাওরা, পাচ্ছে নতুন এক নেইমারকে

স্পোর্টস ডেস্ক

২৪ নভেম্বর, ২০২২ | ১২:৫৮ অপরাহ্ণ

ব্রাজিলের বিশ্বকাপ ট্রফির খরা চলছে ২০ বছর ধরে। সর্বশেষ ২০০২ সালে রোনালদো-রোনালদিনিওরা জিতেছিলেন বিশ্বসেরার শিরোপা। সাম্প্রতিক দুই বিশ্বকাপের দিকে তাকালেও সেই ব্রাজিলের দেখা মেলেনি। মেধা, প্রতিভা এবং দক্ষতা দিয়ে গেল এক দশক ধরে দলটির সবচেয়ে বড় তারকা নেইমার ডি সিলভা। ২০১৪’র আসরে ইঞ্জুরির ধকল আর পরের আসরে খেলেছিলেন একই শঙ্কা নিয়ে। তবে চলমান বিশ্বকাপের প্রথম ম্যাচে আজ সার্বিয়ার বিপক্ষে ব্রাজিল পাচ্ছে নতুন এক নেইমারকে।

এবার কাতার বিশ্বকাপে পুরোপুরি ফিট হয়েই নামবেন নেইমার। এমনকি বিশ্বকাপে ভিন্ন এক নেইমারকেও দেখা যাবে বলে আশাবাদী দলটির ডিফেন্ডার থিয়াগো সিলভা। অধিনায়ক সিলভা বলেন, ‘আমার মনে হয় নেইমার দারুণ ফর্মে থেকেই এই প্রতিযোগিতায় এসেছে। এবার ওর প্রস্তুতি ভিন্ন ছিল। ২০১৪ সালে ভালো খেললেও পরে চোট পেয়েছিল, এবং ২০১৮ সালেও টুর্নামেন্টে আসার আগে মাঠের বাইরে ছিলেন গুরুতর চোট নিয়ে, তাই বেশি খেলেনি। এবার সে ভিন্ন প্রস্তুতি নিয়ে এসেছে, কোন আঘাত এবং চিন্তা ছাড়াই এসেছে। তাই আমরা একজন ফিট নেইমারকে দেখতে পাচ্ছি।’

 

ব্রাজিল যেন হাসিখুশি এক পরিবার। অনুশীলন পর্বটাও বেশ উপভোগ করতে জানে তিতের দল। কোন ভারিক্কি আবহ নেই। সাজানো-গোছানো সংসার। সেই পরিবারের আজ থেকে মরুর বুকে বড় পরীক্ষায় নামতে হচ্ছে। বিশ্বকাপ ফুটবলে পুনরুদ্ধারের মিশন যে শুরু হচ্ছে। সার্বিয়ার বিপক্ষে পরীক্ষা দেওয়ার আগে নিজেদের প্রস্তুতিটা জোরালো করে নিয়েছে ব্রাজিল।

এ ম্যাচে ভক্ত-অনুরাগীরা নেইমারের পায়ের দিকেই তাকিয়ে থাকবেন। যদিও এবারের ব্রাজিল বিশ্বকাপ দলে নেইমার ছাড়াও তারকা খেলোয়াড় রয়েছেন আরও কয়েকজন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় মাঠে গড়াবে এ ম্যাচটি। বিশ্বকাপ ছাড়া দু’দল একে অপরের মুখোমুখি হয়েছিল কেবল একবার। সেই ম্যাচে ব্রাজিল সার্বিয়াকে ১-০ গোলে হারায়।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট