চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দয়া করে আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না : মেসি

স্পোর্টস ডেস্ক

২২ নভেম্বর, ২০২২ | ১:৩১ অপরাহ্ণ

বিশ্বকাপ শুরুর আগমুহূর্ত থেকেই আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির খেলা নিয়ে জল্পনা-কল্পনা দেখা দেয়। একা অনুশীলন কিংবা দলীয় অনুশীলনে না থাকা নিয়ে তার ইঞ্জুরির গুঞ্জনও ছড়িয়ে পড়ে। সোমবার সংবাদ সম্মেলনে এসে সেসবের জবাব দিয়েছেন এই ক্ষুদে জাদুকর। তিনি আহবান করেছেন, ‘দয়া করে আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না।’
সংবাদ সম্মেলনে মেসি জানান, ‘আমাকে নিয়ে দয়া করে আপনারা বিভ্রান্তি ছড়ানো বন্ধ করুন। কখনও বলছেন, আমি দলের সঙ্গে প্র্যাকটিস করিনি। কখনও বলছেন, একা একা করেছি। তা নিয়েই ইস্যু তৈরি হয়ে যাচ্ছে। আসলে প্রথম ম্যাচটার জন্য নিজের মতো করে তৈরি হচ্ছিলাম। যেভাবে বিশ্বকাপটা শুরু করতে চেয়েছিলাম, ঠিক সেভাবেই সব কিছু হয়েছে। এবার বাকিটা মাঠে দেখা যাবে। এটুকু বলতে পারি, মাঠে নিজের সেরাটা দেব।’
তিনি আরও জানান, ‘আগের চারটি বিশ্বকাপ থেকে সম্পূর্ণ অন্যরকম পরিস্থিতিতে এবার বিশ্বকাপ খেলতে নামছি। আগে বিশ্বকাপ শুরুর আগে এক মাস ধরে জাতীয় দলের প্রস্তুতি চলতো। এবার প্রস্তুতির সেই সুযোগটাই পাইনি। ক্লাবে খেলতে খেলতে বিশ্বকাপে এসেছি। তবুও বিশ্বকাপের গুরুত্ব সবসময় আলাদা। আর যে কোন বিশ্বকাপে প্রথম ম্যাচটা ভীষণই গুরুত্বপূর্ণ। সৌদি আরবের বিপক্ষে ম্যাচটা ভালোভাবে শুরু করতে চাইছি।’
মেসির সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার পরে এলেন কোচ লিওনেল স্কালোনি। এর আগেই আর্জেন্টাইন কোচ পরিষ্কার করেছেন, মেসি প্রথম ম্যাচ থেকেই খেলবেন। 
মেসি যেদিন ছিলেন না, প্র্যাকটিসে ছবি তুলতে, লাইভ করতে কোনও আপত্তি ছিল না টিম ম্যানেজমেন্টের। কিন্তু ম্যাচের আগের দিন যেহেতু মেসি প্র্যাকটিস করলেন, শুরুতেই তাই আর্জেন্টিনা শিবির থেকে সংবাদমাধ্যমের প্রতি কড়া বার্তা ছিল, পেশাদার ফটোগ্রাফার ছাড়া কেউ ছবি তুলতে পারবেন না। আর সেটাও মাত্র ১৫ মিনিটের জন্য।
পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট