চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অঘটন দিয়ে শুরু কাতার ফুটবল বিশ্বকাপ

অনলাইন ডেস্ক

২০ নভেম্বর, ২০২২ | ১১:৫৯ অপরাহ্ণ

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এ পর্যন্ত কোনো স্বাগতিক দল পরাজিত হয়নি। ফুটবল বিশ্বকাপের ২২তম আসরে এসে ইতিহাস পাল্টে দিল আয়োজক দেশ কাতার। রবিবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় কাতারের আল-খোরের আল-বায়াত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হয়ে ২-০ গোলে হেরেছে স্বাগতিক কাতার। এর আগে ১৯৭৮ সালের পর উদ্বোধনী কোনো ম্যাচ গোলশূন্যভাবেও শেষ হয়নি। যদিও কাতার এ পর্যন্ত টানা পাঁচ ম্যাচে অপরাজিত ছিল বলে কাতারকে ইকুয়েডর থেকে এগিয়ে রেখেছিল ফুটবল বোদ্ধারা। 

 

ম্যাচ শুরুর ৫ মিনিটেই গোল দিয়েছিলেন ইকুয়েডরের ইনার ভ্যালেন্সিয়া। তবে অফসাইডে বাতিল হয়। ১৬ মিনিটে পেনালটি থেকে আবার গোল দেন। এই বিশ্বকাপের প্রথম গোলদাতা হিসেবে জায়গা করে নেন ইতিহাসের পাতায়। এ ছাড়া প্রথম হলুদ কার্ড দেখেন কাতারের সাদ আলশিব। ৩১ মিনিটে আবারও গোল! আবারও সেই ভ্যালেন্সিয়া! ২-০ গোলে এগিয়ে ইকুয়েডর। ডি বক্সের মাঝে  ক্রস পেয়ে দারুণ হেডে বল কাতারের জালে জড়ান তিনি। 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট