চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

‘ফেভারিট’ তত্ত্বে বিশ্বাস করে ফাঁদে পড়তে চাই না : মেসি

স্পোর্টস ডেস্ক

১৫ নভেম্বর, ২০২২ | ১:১৯ অপরাহ্ণ

২৮ বছরের ট্রফি খরা ঘুচিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতে বিশ্বকাপ জয়ের মিশনে আরও আত্মপ্রত্যয়ী আর্জেন্টিনা। ২০১৯ সাল থেকে ৩৫ ম্যাচ অজেয় থাকা দলটির ফর্মও তুঙ্গে। তবে ফেভারিট তত্ত্বকে বিশ্বাস করেন না আর্জেন্টাইন প্রাণভোমরা লিওনেল মেসি। তার মতে, ফেভারিট তত্ত্বে বিশ্বাস করে ফাঁদে পড়তে চাই না।

ইউনিভার্সো ভালদানোকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানান, ‘এখন সব দলই কঠিন প্রতিপক্ষ। তাদের বিপক্ষে জয় পাওয়াটা কঠিন হবে। টানা অপরাজেয় থাকা অবস্থায় আমরা ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে খুব বেশি খেলার সুযোগ পাইনি। যদিও তারা আমাদের বিপক্ষে খেলতে পছন্দ করে না। কারণ দক্ষিণ আমেরিকান দলগুলোও প্রতিপক্ষ হিসেবে কঠিন।’

 

ফেভারিট তত্ত্বকে ফাঁদ উল্লেখ করে তিনি আরও জানান, ‘আমরা দুর্দান্ত ফর্মে থেকেই বিশ্বকাপ খেলতে যাচ্ছি। কিন্তু ফেভারিট তত্ত্বে বিশ্বাস করে কোনও ফাঁদে পড়তে চাই না। আমাদের বাস্তবিক হতে হবে। তারপর ধারাবাহিকভাবে এগিয়ে যেতে হবে।’

আর্জেন্টিনার শিরোপা জেতার পথে দুটি দল বড় হুমকি হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘ফ্রান্স ভালো দল। কয়েকজন হয়তো চোটগ্রস্ত। কিন্তু দলে অনেকেই আছে যারা ভয় ছড়াতে পারে। ব্রাজিলেরও অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। বিশেষ করে ফাইনাল থার্ডে যে কাউকে পরাস্ত করতে পারে। আছে ভালো নম্বর নাইন ও নেইমার।’

 

পূর্বকোণ/এএস/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট