চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত কাতার

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২২ | ১:৩০ অপরাহ্ণ

দেখতে দেখতে ঘনিয়ে এলো ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরুর সময়। ঠিক এক সপ্তাহ পর অর্থাৎ আগামী রবিবারই বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠ আসরটি মাঠে গড়াবে। এশিয়ায় দ্বিতীয় ও মরুর বুকে প্রথম বিশ্বকাপকে সামনে রেখে কাতার এখন পুরোপুরি প্রস্তুত। স্টেডিয়াম, আবাসন ও যাতায়াত থেকে শুরু করে নিরাপত্তা ইস্যুতে সর্বোচ্চ নজর থাকছে আয়োজক কাতারের।

জানা গেছে, বিশ্ব আসর চলাকালে নিরাপত্তার দায়িত্বে থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫০ হাজারের বেশি সদস্য। তাদের মধ্যে বিদেশিরাও থাকছেন নিরাপত্তার দায়িত্বে।

 

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫০ হাজারের বেশি সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কাতারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওতায় সহায়তা করবেন বিদেশি বাহিনীর সদস্যরাও। তুরস্কের ৩ হাজার দাঙ্গা পুলিশ তুর্কি কমান্ডের অধীনে কাজ করবে। তুরস্ক অপারেশনে নিয়োজিত আরও ১০০ বিশেষ পুলিশ কর্মকর্তা, ৫০ জন বোমা বিশেষজ্ঞ ও ৮০টি স্নিফার কুকুর পাঠাবে এমন ঘোষণা দিয়েছিল।

গত আগস্টে, পাকিস্তানও ফুটবল বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা নিশ্চিতে কাতারে সেনা পাঠাতে রাজি হয়। একই মাসে, ফরাসি পার্লামেন্ট উপসাগরীয় রাষ্ট্রটিতে প্রায় ২২০ জন নিরাপত্তাকর্মী মোতায়েনের অনুমোদন দেয়। কাতার মরক্কোর সঙ্গেও একটি নিরাপত্তাবিষয়ক সহযোগিতা চুক্তি করেছে। কাতারে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মোতায়েন করবে দেশটি। উল্লেখ্য কাতারে প্রায় ৩০ লাখ লোকের বসবাস।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট