চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ফাইনালে উঠতে পাকিস্তানের দরকার ১৫৩ রান

স্পোর্টস ডেস্ক

৯ নভেম্বর, ২০২২ | ৩:৫৯ অপরাহ্ণ

বিশ্বকাপের শেষ চারে পাকিস্তান শুরুটা করেছিল ভালোই। নিউজিল্যান্ডকে দমিয়ে রেখেছিল ইনিংসের একটা বড় সময় পর্যন্ত। তবে শেষে এসে ঠিকই আড়মোড়া ভাঙল কিউইরা। শেষের ঝড়ে পাকিস্তানকে লক্ষ্য দিল ১৫৩ রানের।

 

টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই উইকেট হারায় নিউজিল্যান্ড। শাহীন আফ্রিদির বলে ব্যাট চালিয়ে লাইন মিস করেন ফিন। তাকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ৩ বলে ৪ রান করে মাঠ ছাড়েন ফিন।

এরপর ভালোই খেলছিলেন উইলিয়ামসন-কনওয়ে। তবে মিডঅফে সিঙ্গেল নিতে গিয়ে সরাসরি থ্রোয়ে স্টাম্প ভেঙেছেন শাদাব খান। কনওয়ে ফিরেছেন ২০ বলে ২১ রান করে। এরপর দুই প্রান্ত থেকেই স্পিন আনেন বাবর। পাক স্পিনার নওয়াজে ঘায়েল হয়েছেন গ্লেন ফিলিপ্স। ৮ বলে ৬ রান করেন তিনি।
৪৯ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। সেই চাপ কাটাতে প্রতিরোধ গড়েন উইলিয়ামসন। মিচেলের সঙ্গে গড়েন ৬৮ রানের জুটি। এই জুটিতে মূলত লড়াইয়ের ভিত গড়ে নিউজিল্যান্ড। ১৭ ওভারে ফের বল হাতে এসে এই জুটি ভাঙেন আফ্রিদি। তুলে নেন কিউই অধিনায়ককে। ৪২ বলে ৪৬ করে মাঠ ছাড়েন উইলিয়ামসন।
শেষ দিকে মিচেলের ৩৫ বলে ৫৩ রানের ইনিংসের কারণে মোটামুটি লড়াই করার সংগ্রহ পায় কিউইরা। এবার এই ১৫২ রান টপকে যেতে পারলেই বিশ্বকাপের ফাইনালের টিকেট পেতে পারে বাবর আজমের দল।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট