চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

কাতারের সমালোচনা না করার নির্দেশ ফিফার

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

৬ নভেম্বর, ২০২২ | ১১:৩৩ পূর্বাহ্ণ

এশিয়া মহাদেশে দ্বিতীয় বিশ্বকাপ ফুটবলের আসরটি শুরু হতে আর মাত্র ১৪ দিনের অপেক্ষা। মরুর দেশ কাতার ২০২২ আসরের স্বাগতিক হওয়ার পর থেকেই বিস্তর সমালোচনা হচ্ছে, চলছে এখনও। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবার নিদের্শনা নিয়েই হাজির হয়েছে। অংশগ্রহণকারী ৩২ দেশকে কাতারের সমালোচনা না করে খেলায় মনোযোগ দিতে নির্দেশ দিয়েছে সংস্থাটি।

 

বিশেষ করে পশ্চিমা দেশগুলোর রোষানলে ২০২২ বিশ্বকাপের আয়োজকরা। প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহর, জার্মানির পাবগুলো ইতোমধ্যেই বর্জন করেছে এবারের বিশ্বকাপ। প্রকাশ্যে সমালোচনা করেছে অস্ট্রেলিয়ার ফুটবলাররা, নীরব প্রতিবাদ ডেনমার্কের। শুধু তাই নয় সমকামীদের সহমর্মীতায় হ্যারি কেইনসহ ইউরোপের ৯ অধিনায়কের রঙিন আর্মব্যান্ড পড়ার সিদ্ধান্তও অবাক করেছে ফিফাকে। বিভিন্ন সময়ে কাতার প্রতিবাদ করেছে। ফিফাকে পাশে পেলেও অনেকটা নীরব ছিলো বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। কিন্তু এবার আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণকারী দেশগুলোকে চিঠি দিয়ে সতর্ক করেছে ফিফা।

 

বিশ্বকাপকে সামনে রেখে মহড়ার সময় গেলো সপ্তাহে কাতারে মৃত্যু হয়েছে তিন ফায়ার ফাইটারের। যারা সবাই পাকিস্তানের নাগরিক। বিষয়টা ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিলো কাতার, শেষ পর্যন্ত পারেনি। এ নিয়ে দুঃখ প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয়। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাবের আল নোয়াইমি বলেন, ফায়ার ফাইটারের মৃত্যুতে আমরা শোকাহত। নিয়মিত মহড়ার অংশ নিয়ে তারা প্রাণ হারিয়েছেন। তাদের পরিবারের প্রতি সমবেদনা। যথেষ্ট পরিমান ক্ষতিপূরণ তারা পাবে।

 

কাতার বিশ্বকাপের প্রধান নাসের আল খাতের বলেন, ফুটবল বিশ্বকাপ কোন রাজনৈতিক মতাদর্শ প্রদর্শনের মঞ্চ নয়। এটা এমন এক আয়োজন যেখানে মানুষ খেলা উপভোগ করতে আসে। এখানে রাজনৈতিক রং দেয়া ভালো কিছু মনে করি না। কম বিতর্ক হচ্ছে না শ্রমিক অধিকার নিয়েও।

 

বিদেশি শ্রমিকদের জন্য তহবিল গঠনের আবেদন নিয়ে সরব বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। বিষয়টি গড়িয়েছে ফিফা পর্যন্ত। তবে ইউরোপিয়ানদের বাড়াবাড়ি পছন্দ হচ্ছে না কাতারের। কাতার বিশ্বকাপের প্রধান বলেন, শ্রমিক অধিকার নিয়ে অনেকেই অনেক কথা বলে। অথচ এ ব্যাপার নিয়ে তাদের কোন জ্ঞান নেই। আমার মনে হয়, এ ব্যাপারে তাদের আরও পড়াশোনা করা উচিত। জানা উচিত, কাতারে আসলে কি হচ্ছে।

 

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট