২৯ সেপ্টেম্বর, ২০২২ | ১:৫৫ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
এবার সাফজয়ী নারী ফুটবল দলের আট সদস্যকে সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহ ফুটবল ফেডারেশন। ছাদখোলা গাড়িতে করে তাদের নগরীর সার্কিট হাউজে নিয়ে যাওয়া হয়।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শিল্পাচার্য জয়নুল পার্কের বৈশাখী মঞ্চে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের সড়কে তাদের ফুল দিয়ে প্রথমে বরণ করে নেন ফুটবল ফেডারেশনের নেতৃবৃন্দ। পরে ফুটবলারদের খোলা ছাদের গাড়িতে করে সার্কিট হাউজে নিয়ে যাওয়া হয়। তাদের অভিনন্দন জানানোর জন্য হাসপাতাল চত্বরের সামনের সড়কে আগে থেকেই সমর্থক-ভক্তরা উপস্থিত হয়েছিলেন। সড়কের দুপাশে দাঁড়িয়ে ফুটবলারদের শুভেচ্ছা জানান তারা। পরে যৌথভাবে সংবর্ধনার আয়োজন করে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও ফুটবল ফেডারেশন।
পূর্বকোণ/এএস