চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এবার সাফজয়ীদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা তমা গ্রুপের

স্পোর্টস ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০২২ | ৩:১৮ অপরাহ্ণ

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে আজ দেশের মাটিতে পা রেখেছেন স্বর্ণকন্যারা। সাফ চ্যাম্পিয়নশিপ জেতার আনন্দে মাতোয়ারা সারাদেশ। শুভেচ্ছা ও অভিনন্দনের পাশাপাশি আর্থিক পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। এবার আরেক প্রতিষ্ঠান তমা গ্রুপ আরও ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছে।

সাবিনা খাতুনদের আজ বাফুফের পক্ষ থেকে অভ্যর্থনা জানাতে এসেছেন বাফুফে সহ-সভাপতি আতাউর রহমান মানিক। যিনি তমা গ্রুপের চেয়ারম্যান। বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, ‘নারী ফুটবল দল বাংলাদেশকে গর্বিত করেছে। তমা গ্রুপ ফুটবল উন্নয়নে থাকে। এরই অংশ হিসেবে নারীদের ৫০ লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে।’

এর আগে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, সাফজয়ী নারী দলকে ৫০ লাখ টাকার অর্থ পুরস্কার দেওয়া হবে। এছাড়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন এ জয় ঐতিহাসিক জয় পুরো জাতিকে গর্বিত করেছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট