চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

স্কটল্যান্ডকে ৭৭ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২২ | ১০:৫৭ অপরাহ্ণ

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ১৯ সেপ্টেম্বর সোমবার স্কটল্যান্ডকে ৭৭ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। রাত ৯টায় শুরু হওয়া ম্যাচে বাংলাদেশ মেয়েরা টস হেরে ফিল্ডিংয়ে নামে।

সোহেলী আক্তার ৪ ওভারে ৭ রান খরচায় ৪ উইকেট নিলে কোনঠাসা হয়ে পড়ে স্কটিশ ব্যাটারদের ইনিংস। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটি ১৯.৩ ওভারে গিয়ে থেমে যায়। সর্বোচ্চ ২২ রান করেন লোনা জ্যাক।

এছাড়া সারাহ ব্রাইচ ১৪ ও এলিসা লিস্টার ১২ রান করেন। নাহিদা আক্তার ২, সালমা খাতুন ও সানজিদা আক্তার মেঘলা ১টি করে উইকেট নেন। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষে বাংলাদেশ দল এখন ব্যাটিংয়ে নামার অপেক্ষায়, টার্গেট ৭৮ রান।

‘এ’ গ্রুপে প্রথম ম্যাচে ১৮ সেপ্টেম্বর আয়ারল্যান্ডকে হারিয়ে আসরে শুভসুচনা করে বাংলাদেশ মেয়েরা। দলটি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে আগামীকাল বিকাল ৫টায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।

পূর্বকোণ/কিরণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট