চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

টুর্নামেন্টে ৮ গোল করে গোন্ডেল বুট জিতলেন সাবিনা খাতুন

অনলাইন ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২২ | ৯:১৪ অপরাহ্ণ

এমনিতে গোলদাতাদের অভাব নেই বাংলাদেশের। তাই কোচ গোলাম রব্বানী ছোটন তাকে খেলান একটু নিচে। সে ভূমিকাতেও দারুণভাবে উতরে গেলেন সাবিনা। একের পর এক সুযোগ তৈরি করছিলেন, তাতে স্বাগতিক নেপালের ওপর ছড়িটা ঘোরাচ্ছিল বাংলাদেশই। দ্বিতীয় গোলে তার বাড়ানো দারুণ একটা বল খুঁজে পেল কৃষ্ণা চাকমাকে, এরপর গোল। তৃতীয় গোলেও একই ঘটনার পুনরাবৃত্তি। তাতেই শিরোপার ছোঁয়া পেল বাংলাদেশ। কৃতিত্বের স্বীকৃতি সাবিনাও পেলেন। টুর্নামেন্টে আট গোল করে হলেন টুর্নামেন্টের সেরা গোলদাতা। জিতলেন গোন্ডেল বুটও। 

টুর্নামেন্টে বড় কুশীলব হিসেবেই কাজ করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। দলের অধিনায়ক হিসেবে নেতৃত্বটা যে তিনি সামনে থেকেই দিয়েছিলেন, তার প্রমাণ মিলছে তার গোলসংখ্যায়। আজ কাঠমান্ডুর দশরথে তার দায়িত্বটা ছিল বড়। সে ভূমিকাতেও দারুণভাবে উতরে গেলেন সাবিনা। একের পর এক সুযোগ তৈরি করছিলেন, তাতে স্বাগতিক নেপালের ওপর ছড়িটা ঘোরাচ্ছিল বাংলাদেশই। দ্বিতীয় গোলে তার বাড়ানো দারুণ একটা বল খুঁজে পেল কৃষ্ণা চাকমাকে, এরপর গোল। তৃতীয় গোলেও একই ঘটনার পুনরাবৃত্তি। তাতেই শিরোপার ছোঁয়া পেল বাংলাদেশ।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট