চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইসলামিক সলিডারিটি গেমসের ফাইনালে বাংলাদেশের ইমরানুর

নিজস্ব প্রতিবেদক

৯ আগস্ট, ২০২২ | ১০:৪৬ অপরাহ্ণ

ইসলামিক সলিডারিটি গেমসের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে উঠেছেন বাংলাদেশের ইমরানুর রহমান।

তৃতীয় হিট পুনরায় অনুষ্ঠিত হয়। সেখানে ইমরান ১০.০৬ সেকেন্ড দৌড়ে দ্বিতীয় হন। প্রতি হিট থেকে দুই জন এবং সেরা দুই টাইমিংধারী ফাইনাল খেলবেন। ইমরান তার হিটে দ্বিতীয় হওয়ায় ফাইনালে সুযোগ পেলেন।

সেমিফাইনালে তৃতীয় হিটে ছিলেন ইমরান। প্রথমে ইমরান ১০.২২ সেকেন্ড দৌড়ান। সেই হিট টেকনিক্যাল জটিলতায় বাদ দেয়া হয়। টেকনিক্যাল কমিটি রিভিউ করে সেই হিটে অংশ নেয়া তিনজনকে ডিসকোয়ালিফাই করে। পুনরায় হওয়া হিটে পাঁচ জন প্রতিযোগী অংশ নেন। ইমরান পাঁচ জনের মধ্যে দ্বিতীয় হন। গতকাল প্রাথমিক হিটে ইমরান ১০.০১ সেকেন্ড দৌড়েছিলেন। ফাইনালে পৌছানোয় ইমরানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটায় ইসলামিক দেশগুলোর দ্রুততম মানব নির্ধারণ হবে। ইমরান আট নম্বর লেনে দৌড়াবেন। বাংলাদেশের দ্রুততম মানব ইমরান পদকের জন্য লড়বেন। ২০০৫ সালে ইসলামিক সলিডারিটিতে অ্যাথলেটিকসে স্বর্ণ জিতেছিলেন ফৌজিয়া হুদা জুঁই। খবর ঢাকা পোস্টের।

 

পূর্বকোণ/মামুন/পাভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট