চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চমকে দিয়ে কাতার বিশ্বকাপের জার্সি প্রকাশ করলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

৯ আগস্ট, ২০২২ | ১:৫২ অপরাহ্ণ

আর কয়েকমাস পরেই শুরু হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ। এই উপলক্ষে নিজেদের নতুন জার্সির ডিজাইন উন্মোচিত করলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বরাবরের মতো এবারও নিজেদের বিখ্যাত হলুদ জার্সিতেই বিশ্বকাপ মাতাবেন ব্রাজিলের ফুটবলাররা।

চলতি বছরের আগামী নভেম্বরে কাতারে অনুষ্ঠিত হবে ফুটবল দুনিয়ার সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট বিশ্বকাপ। এই বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা তথা বিশ্ব ফুটবলের জায়ান্ট ব্রাজিলের তারকারা কোন জার্সি পরে মাঠ মাতাবেন তা প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।

অ্যামাজন জঙ্গলের সবচেয়ে বড় বিড়ালের প্রজাতি হচ্ছে জাগুয়ার। এটি বিড়ালের প্রজাতির মধ্যে সবচেয়ে বেশি হিংস্র। ব্ল্যাক-ফুটেড এই বিড়ালের শিকার ধরার পারসেন্টেজ ৬০ শতাংশেরও বেশি। সেই জাগুয়ার প্রিন্টেড জার্সিতে ব্রাজিলের নতুন জেনারেশনের ফুটবলারদের অনুপ্রাণিত করতে চাইছে নাইকি।

সেই লক্ষ্যে বিশ্বকাপে ব্রাজিলের জন্য জাগুয়ার প্রিন্টেড হলুদ এবং নীল দুই রঙের জার্সি তৈরি করেছে নাইকি। যেখানে হলুদ জার্সিটির পুরো বডিতেই জাগুয়ারের পশম দ্বারা অনুপ্রাণিত জাগুয়ারের প্রিন্ট প্যাটার্ন দিয়ে জার্সিটি সাজানো হয়েছে।

হলুদ জার্সিতে জাগুয়ার প্রিন্টেড যতটা না ফুটেছে সেটি সবচেয়ে বেশি আকর্ষণীয় মাত্রা পেয়েছে নীল অ্যাওয়ে জার্সিতে। ব্রাজিলের ক্ল্যাসিক ব্লু অ্যাওয়ে জার্সির হাতাতে সবুজ রঙের গ্রাফিকসের কাজ দর্শকদের চোখে ভিন্নমাত্রা এনে দেবে বলে বিশ্বাস নাইকির।

এ ছাড়াও তাদের তৈরি নতুন ট্র্যাক জ্যাকেটে পুরোটাই প্রাণীদের ছাপের পাশাপাশি থ্রোব্যাকও রয়েছে। নাইকি বিশ্বাস করে, ব্রাজিলের নতুন এই জার্সিতে দেশটির সংস্কৃতি, পরিবেশ এবং তাদের ঐতিহ্য ফুটে উঠবে।

২১ নভেম্বর শুরু হবে এবারের কাতার বিশ্বকাপ। যেখানে গ্রুপ ‘জি’ তে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সবচেয়ে সফল দল। পাঁচবারের বিশ্বকাপ জেতা দলটির সঙ্গে গ্রুপে রয়েছে সার্বিয়া, সুইজারল্যান্ড এবং ক্যামেরুন।

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট