চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সাকিবের ৫ উইকেট, ১৪১ লিড নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

২৬ মে, ২০২২ | ৪:৪৩ অপরাহ্ণ

ঢাকা টেস্টে  তৃতীয় সেশনে এসে দারুণ বোলিং করেন বাংলাদেশের বোলাররা। ৫ উইকেট তুলে নিয়ে দিনের সেরা পারফরমার তিনি। বাকি ৪ উইকেট নিয়েছেন পেসার ইবাদত হোসেন আর একটি রান আউট। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ১৬৫.১ ওভারে ৫০৬ রানে অলআউট হয়েছে তারা। প্রায় চার বছর পর ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। আর প্রথম ইনিংসে শ্রীলঙ্কা লিড পেয়েছে ১৪১ রানের।

প্রবীণ জয়াবিক্রমাকে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন সাকিব। টেস্টে এই নিয়ে ১৯ বার পাঁচ উইকেট পেলেন তিনি। এর আগে ২০১৮ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সবশেষ ৫ উইকেট পেয়েছিলেন সাকিব। গতকাল সাকিবে উচ্ছ্বসিত ডোনাল্ড বলছিলেন, ‘শেন ওয়ার্নের মতো সে অনেক অভিজ্ঞ। পুরো দলকে সে চাঙা করে রাখে। ঠিক জায়গায় বল করে যায়।’ তিনি আশা প্রকাশ করেছিলেন, ‘আশা করি, সে আগামীকাল (আজ) ৫ উইকেট পাবে।’

ডোনাল্ডের চাওয়া পূরণ হয়েছে। এবার বাংলাদেশের ব্যাটারদের কাজ হবে শ্রীলঙ্কার লিড ছাপিয়ে এমন একটা স্কোর গড়া, যেন ঢাকা টেস্টে হাসিমুখে শেষ করা যায়। ১৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট