চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ঢাকায় আসছেন আইসিসি প্রধান

স্পোর্টস ডেস্ক

২১ মে, ২০২২ | ২:০৫ অপরাহ্ণ

আগামীকাল (রবিবার) বাংলাদেশ সফরে আসছেন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে। বাংলাদেশ-শ্রীলংকা দ্বিতীয় টেস্টের (২৩ মে) প্রথম দিন মাঠে উপস্থিত থাকবেন তিনি। এরপর চলমান আইপিএলের প্লে-অফ ও ফাইনাল দেখতে ভারতে যাওয়ার কথা রয়েছে বার্কলের।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি জানান, ‘আইসিসি প্রধান আইপিএল ফাইনাল দেখতে ভারত যাবেন। তার আগে তিনি বাংলাদেশে আসার আগ্রহ দেখিয়েছেন। আমরাও তাকে স্বাগত জানিয়েছি। আগামীকাল তিনি ঢাকায় পা রাখবেন।’

 

বিসিবি সভাপতি আরও বলেন, ‘ তিনি কোন এজেন্ডা নিয়ে আসছেন না। দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি মাঠে বসে দেখতে চান। একেবারেই ফরম্যাল সফর তার। নির্দিষ্ট কোনো কারণ নেই। তবে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব।’

আইসিসি প্রধান হিসেবে বার্কলের প্রথম বাংলাদেশ সফর এটি। এর আগে ২০২০ সাল পর্যন্ত আইসিসি প্রধানের দায়িত্ব পালন করেন ভারতের শশাঙ্ক মনোহর। তখন কিছুদিন দায়িত্ব পালন করেন সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রধান ইমরান খাজা। এরপর নির্বাচিত হয়ে আইসিসির প্রধানের চেয়ারে বসেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে।

 

পূর্বকোণ/এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট