চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

তামিম-জয়ের অর্ধশতক

স্পোর্টস ডেস্ক

১৭ মে, ২০২২ | ১১:৪৪ পূর্বাহ্ণ

দিনের শুরুটা ভালো করেছে বাংলাদেশ। এরইমধ্যে ১১০ বল খেলে টেস্ট ক্রিকেটে নিজের দ্বিতীয় অর্ধশতক তুলে নিয়েছেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। অপরপ্রান্তে থাকা ওপেনার জয়ও তুলে নিয়েছেন অর্ধশতক।

দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে দারুণ সেঞ্চুরি পেলেও পরের তিন ইনিংসে দুইবার আউট হন রানের খাতা খোলার আগেই, আরেক ইনিংসে করেন ৬ রান। দেশে ফিরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটাও ভালো যায়নি জয়ের। ৪ ইনিংসে করেন মোটে ৩২ রান। এই টেস্ট দিয়ে আবারও রানের ধারায় ফিরলেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভার শেষে বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ ১৪৬ রান। তামিম ৭৯ রানে এবং জয় ৫৫ রানে ব্যাট করছেন।

এর আগে অ্যাঞ্জেলো ম্যাথুসের ১৯৯ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে শ্রীলঙ্কার প্রথম ইনিংস থাকেম ৩৯৭ রানে। একাই ৬ উইকেট নেনে বাংলাদেশের স্পিনার নাঈম হাসান। জবাবে দ্বিতীয় দিনের শেষ বিকেলে নেমে নিজের প্রথম ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৭৬ রান করে বাংলাদেশ। জয় ৩১ ও তামিম ৩৯ রান নিয়ে অপরাজিত থাকেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট