চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

নারীদের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে চায় বাংলাদেশ

২৯ জুলাই, ২০১৯ | ১:২৬ পূর্বাহ্ণ

চলতি বছরই নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চালু করছে ইন্টারন্যাশলান ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসন্ন এই বিশ্বকাপেই অংশ নিতে চায় বাংলাদেশ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার জন্য আবেদন করেছেন তাঁরা। তবে আইসিসি মূলত যাদের অনূর্ধ্ব-১৯ দল আছে এবং মেয়েদের বয়স ভিত্তিক টুর্নামেন্ট আছে তাদেরই অনুমতি দিচ্ছে খেলার। ২০০৭ সালের জুলাইয়ে বাংলাদেশের নারী ক্রিকেট দল যাত্রা শুরু করে। এরপর ২০১৮ নারী এশিয়া কাপের শিরোপা অর্জন করে বাংলাদেশের মেয়েরা। তবে, মেয়েদের ক্রিকেট এই পর্যন্তই সীমাবদ্ধ। বাংলাদেশের মেয়েদের কোনো বয়স ভিত্তিক দল নেই তাই নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই প্রসঙ্গে নাজমুল হাসান বলেছেন, ‘মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চালু হচ্ছে। দুর্ভাগ্যবশত যাদের অনূর্ধ্ব-১৯ দল আছে, টুর্নামেন্ট আছে তারাই চান্স পাচ্ছে। আমাদের কিন্তু মেয়েদের অনূর্ধ্ব-১৯ দল নেই। আমরা মনে করি, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের খেলা উচিৎ এবং আমরা খেলতে পারবো। সেদিক চিন্তা করে, আমরা এরই মধ্যে এপ্লাই করেছি আমাদের কোনো ভাবে সুযোগ দেয়া যায় কিনা। যদি যায় তো হলোই।’ -ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট