২৯ জুলাই, ২০১৯ | ১:২৭ পূর্বাহ্ণ
চিাটাগাং ক্লাব লিমিটেড আয়োজিত আখতারুজ্জামান চৌধুরী (বাবু) মেমোরিয়্যাল বিলিয়ার্ড ¯œুকার এন্ড পুল টুর্নামেন্টর ¯œকার ফাইনাল খেলা সম্প্রতি সম্পন্ন হয়। খেলায় ওয়াসেফ হোসেন খালেদ ৬-৫ ফ্রেমে চিটাগাং ক্লাব নির্বাহী কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। এই উত্তেজনাপূর্ন ফাইনাল খেলাটি উপভোগ করতে প্রচুর দর্শক উপস্থিত ছিলেন।
The Post Viewed By: 267 People